ব্যানারে এমপির নাম না থাকায় ত্রাণ বিতরণে ছাত্রলীগ নেতার বাঁধা

- আপডেট সময় : ১০:৪২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০ ১০৫ বার পড়া হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি |
ব্যানারে এমপির নাম না থাকায় কুমিল্লার হোমনা উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল আহম্মেদের বিরুদ্ধে ত্রাণ বিতরণে বাঁধা দেয়ার অভিযোগ উঠেছে। তিনি অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, কিছুই হয়নি।
জানা যায়, উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের রবিবার জনৈক বশির আহম্মেদ তার ডেনমার্ক প্রবাসী মেয়ের সহযোগিতায় দরিদ্রদের মধ্যে ত্রাণ বিতরণের উদ্যোগ নেন। গৌরীপুর-হোমনা সড়কের পঞ্চবটি মোড়ে সামাজিক নিরাপত্তা বজায় রেখে ত্রাণ বিতরণ শুরুও করেন।
আয়োজকরা জানান, ওই সময় স্থানীয় সংসদ সদস্য সেখান দিয়ে যাওয়ার সময় গাড়িবহর থামিয়ে নিজেই ত্রাণ বিতরণের ছবি তোলেন এবং সামাজিক নিরাপত্তা বজায় রেখে ত্রাণ বিতরণ চলছে দেখে খুশি হন।
কিন্তু এমপির গাড়িবহরের পেছনে থাকা কয়েকটি মোটরসাইকেল থেকে ৫-৬ জন এসে বলে, ‘এই এখানে কিসের ত্রাণ বিতরণ, ব্যানারে এমপি সাবের নাম ছবি নেই কেন, এমপির অনুমতি ছাড়া কোন ত্রাণ বিতরণ চলবে না’। তারা এসব বলে হট্টগোল শুরু করলে অনেকে ত্রাণ না নিয়েই চলে যান।
বশির আহম্মেদ বলেন, ভাইস চেয়ারম্যান মহসিন ও থানা-পুলিশকে অবহিত করে এবং ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে ত্রাণ বিতরণের সময় এ ধরনের বাধা প্রদানের ঘটনা দুঃখজনক।
মাথাভাঙ্গা ইউপি চেয়ারম্যান নাজিরুল হক ভূঁইয়া বলেন, ছাত্রলীগ সভাপতি নামধারী ফয়সালসহ ৫-৬ জন লোক এসে হট্টগোল শুরু করে। বলে এমপি সাহেবের অনুমতি ছাড়া হোমনায় কোনো ত্রাণ বিতরণ চলবে না। অথচ অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানো এবং সহযোগিতার হাত বাড়ানোর জন্য এমপি মহোদয় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল আহম্মেদ ফোনে এ বিষয়ে বলেন, পঞ্চবটির কারও সঙ্গে আমাদের কিছুই হয়নি। এমপি মহোদয়ের গাড়িবহরে হোমনা থেকে তিতাস যাচ্ছিলাম। যাওয়ার সময় পঞ্চবটি ত্রাণ বিতরণ হচ্ছে দেখতে পাই। কারও সঙ্গে আমাদের কোন কথা হয়নি।