বদলগাছির একটি বাড়ি থেকে ১৪ বস্তা চাল উদ্ধার, আটক এক
![](https://sokalersongbad.com/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় : ১০:২৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০ ৯৬ বার পড়া হয়েছে
![](https://sokalersongbad.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
নওগাঁ প্রতিনিধি; নওগাঁর বদলগাছি উপজেলায় ভিজিডি ও ১০ টাকা কেজি দরের ১৪ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহারুল ইসলাম।
এ ঘটনায় সোহেল রানা নামে অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে।আটক সোহেল রানা বিলাশবাড়ী গ্রামের মৃত আবদুল করিমের ছেলে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহারুল ইসলাম জানান, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিলাশবাড়ী গ্রামের সোহেল রানার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ি থেকে সরকারি ১৪ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। সরকারি চাল অবৈধভাবে রাখার দায়ে তাকে আটক করা হয়। এছাড়াও উদ্ধারকৃত ১৪ বস্তা চাল বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়। এ বিষয়ে পুলিশকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।এ বিষয়ে আটককৃত সোহেল রানা জানান, গতকাল সোমবারে সকালে বিলাশবাড়ী গ্রামের সরকারি চাল ডিলার ১০টাকা কেজি চাল বিতরণ করেন। এ সময় তিনি বাজার মূল্যে ১৪ বস্তা চাল ক্রয় করেন। কিন্তু সহকারী কমিশনার (ভূমি) নাহারুল ইসলাম জানান, অবৈধভাবে সরকারি চাল বাড়িতে রাখার অপরাধে তাকে আটক করা হয়েছে।