কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের ডে-ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন

- আপডেট সময় : ১১:৪০:৫২ অপরাহ্ন, সোমবার, ১৪ জানুয়ারী ২০১৯ ১৪২ বার পড়া হয়েছে

ইউসুফ আহমদ ইমন, কুলাউড়া (মৌলভীবাজার) থেকে: কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের ডে-ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় কুলাউড়া গাজীপুর ইস্পানী মাঠে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের নবাগত সদস্যদের দীক্ষা অনুষ্ঠানের মাধ্যমে স্কাউটের সদস্য ব্যাজ প্রদান করেন সিলেট আঞ্চলিক স্কাউটসের ট্রেজারার সৈয়দ বুনল মুনির দানিয়াল।
আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গ্রুপের উপদেষ্টা আ.স.ম কামরুল ইসলাম, কুলাউড়া উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মতিউর রহমান মতই, অনলাইন গণমাধ্যম ২৪টুডেনিউজের সম্পাদক ও প্রকাশক প্রভাষক আফাজুর রহমান চৌধুরী ফাহাদ, কাতার ওয়েল ফেয়ার এসোসিয়েশন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মামুন, বিশিষ্ট ব্যবসায়ী সুমন আহমদ, গ্রুপের সহ সভাপতি সাংবাদিক সুমন আহমদ, অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটির সাধারণ সম্পাদক ইউসুফ আহমদ ইমন, গ্রুপের কোষাধ্যক্ষ হাবিবুর রহমান সুজন প্রমুখ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গ্রুপের সহকারি ইউনিট লিডার জয়নাল আবেদীন, সাইদুর রহমান, গ্রুপের গালর্স স্কাউটের ইউনিট লিডার আজিজা ইসলাম কেয়া ও পি এস মো. তানজিম আহমদ প্রমুখ ।
গ্রুপের সম্পাদক ও ইউনিট লিডার মো. সামস্উুদ্দিন বাবু জানান, দিন ব্যাপী অনুষ্ঠানে স্কাউট আন্দোলনের মূলনীতি ও ইতিহাস, স্কাউট শপথ, আইন, ব্যাজ, ট্রুপমিটিং, ইত্যাদি বিষয়ের উপর সেশন অনুষ্ঠিত হয়।
কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গ্রুপের উপদেষ্টা আ.স.ম কামরুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রশিক্ষণের কোন বিকল্প নেই। একজন দক্ষ মানুষ হিসেবে গড়তে স্কাউট আন্দোলনের ভূমিকা অনস্বীকার্য। আজ দীক্ষা গ্রহণের মধ্য দিয়ে স্কাউট সদস্য হিসেবে বিশ্ব স্কাউট আন্দোলনে পদার্পন করেছে। যা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
আত্ম উন্নয়ন, সমাজ উন্নয়ন সর্বোপরি দেশের উন্নয়ন ও কল্যাণে সবাইকে কাজ করে যেতে হবে। এসময় তিনি ছাত্র-ছাত্রী সকলকে স্কাউটিং মনে প্রাণে গ্রহণ করার আহবান জানান।