বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে কয়েক বছর ধরে প্রতারণা
- আপডেট সময় : ০৯:৫৯:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০ ৭৪ বার পড়া হয়েছে
উপজেলা প্রতিনিধি সাভার (ঢাকা)
ঢাকার ধামরাই উপজেলায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পোশাক কারখানায় কর্মরত এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আরেক কারখানার কর্মী সোহেলের বিরুদ্ধে। ধর্ষণের শিকার তরুণী সোমবার দুপুরে ধর্ষক সোহেলকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধামরাই থানায় মামলা করেছেন।
পুলিশ জানায়, ওই তরুণী (২০) ধামরাইয়ের সুয়াপুর এলাকায় ভাড়া বাড়িতে থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করে আসছিলেন। এসময় পাশের কারখানার কর্মী সোহেলের (৩০) সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকে ওই তরুণীকে বিয়ের প্রলোভন দিয়ে কয়েক বছর ধরে সোহেল বিভিন্ন স্থানে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
সম্প্রতি ধর্ষক সোহেল ওই এলাকা ছেড়ে চলে গেছেন। তাকে না পেয়ে সোমবার দুপুরে ওই তরুণী তাকে প্রধান ও ধর্ষণে সহায়তা করায় আরও পাঁচজনের নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি মামলা করেন। পুলিশ ওই তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেন।
এ ঘটনায় ধামরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ধর্ষণকারী যুবককে আটক করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।