খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ধর্মঘট চলছে

- আপডেট সময় : ১২:৩৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯ ১০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, খুলনা |
১১ দফা বাস্তবায়নের দাবিতে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলে শ্রমিকরা মঙ্গলবার ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টা ধর্মঘট কর্মসূচি পালন করছেন।
রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে এ কর্মসূচি চলছে। মিলের উৎপাদন বন্ধ করে পাটকলের প্রায় অর্ধ লাখ শ্রমিক ৬ দিনের আন্দোলনের ৪র্থ দিনে এ কর্মসূচি পালন করেন।
পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া মজুরি-বেতন পরিশোধ, মজুরি কমিশন কার্যকর ও প্রতি সপ্তাহের মজুরি প্রতি সপ্তাহে প্রদানসহ ১১ দফা দাবিতে গেল ২৫ নভেম্বর ৬ দিনের কর্মসূচি নিয়ে আন্দোলনে মাঠে নামে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদ।
এ কর্মসূচির ৪র্থ দিনে আজ ভোর ৬টায় ক্রিসেন্ট, প্লাটিনাম, দৌলতপুর, খালিশপুর, দিঘলিয়া, আলিম, ইস্টার্ন, কার্পেটিং ও জেজেআই জুট মিলের শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে না গিয়ে স্ব স্ব মিল গেটে সমবেত হয়। সেখানে শ্রমিকেরা পৃথক পৃথকভাবে মূল ফটকের সামনে ধর্মঘট কর্মসূচি পালন করে।
এ সময় শ্রমিকেরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। বুধবার ভোর ৬টা পর্যন্ত চলবে শ্রমিকদের ২৪ ঘণ্টা এ ধর্মঘট।
কর্মসূচি চলাকালে পৃথক পৃথকভাবে মিল গেটে সমাবেশে অনুষ্ঠিত হয়। শ্রমিক সমাবেশে বক্তৃতা করেন রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের আহ্বায়ক আ. হামিদ সরদার, যুগ্ম আহ্বায়ক মো. মুরাদ হোসেন, প্লাটিনাম মিলের সিবিএ সভাপতি শাহানা সারমিন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, খালিশপুর জুট মিল সিবিএ’র সাধারণ সম্পাদক ইব্রাহীম শেখসহ সিবিএ-নন সিবিএ নেতারা।
সমাবেশে বক্তারা অবিলম্বে শ্রমিকদের ১১ দফা বাস্তবায়নের জন্য বিজেএমসি কর্তৃপক্ষের কাছে জোর আহ্বান জানান।