সংবাদ শিরোনাম :
দলের নাম ভাঙিয়ে মানুষের সঙ্গে প্রতারণা, আ.লীগ নেতা বহিষ্কার

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:১৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯ ৪২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
দলের নাম ভাঙিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেনকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে তাকে বহিষ্কার করা হয় বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম।
আমির হোসেন বিভিন্ন সময় দলীয় পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আর্থিক সুবিধা নেন। পাশাপাশি তিনি চেক জালিয়াতি করে মানুষকে মামলা দিয়ে হয়রানি করেন বলেও অভিযোগ রয়েছে।
বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম বলেন, দলের নাম ভাঙিয়ে আমির হোসেন মানুষের কাছ থেকে সুবিধা নেন। পাশাপাশি মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন। সেজন্য তাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।