ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া সাংবাদিক গ্রেপ্তার
- আপডেট সময় : ০৮:৩৬:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০১৯ ১০৫ বার পড়া হয়েছে
সরাইল, প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাটি হাতা এলাকা থেকে ২০ পিস ইয়াবা সহ শেখ মোহাম্মদ আলী মুন্সী (৪৫) নামে ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করে পুলিশ। সে খাটিহাতা এলাকার আলী হোসেনের ছেলে।
খাটিহাতা পুলিশ জানায় শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির সময় শেখ মোহাম্মদ আলী কে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয়রা জানায় এলাকায় ১০-১৫ আগে টেম্পো ও সিএনজি চালিত অটোরিকশায় সে চাঁদাবাজি করতো। পরে কলা বিক্রেতা থেকে বনে যায় শ্রমিক নেতা। নামের পিছনে তার বিভিন্ন খেতাবও রয়েছে। বিশ্বরোড মোড়ে অনেক নামি দামী আওয়ামী নেতাদের ছবি দিয়ে পোষ্টার ছাপিয়ে সে নেতা বনে যায়। অনেকে বলছিলেন এই সব করে সে চাঁদাবাজি করতো পাকাপোক্ত ভাবে। তার রয়েছে বেশকজন কথিত সাংবাদিক বড় ভাই, যাদের যোগসাজসে সে নাম সর্বস্ব পত্রিকার কার্ড দেখিয়ে বিভিন্ন যায়গায় সাংবাদিক পরিচয় দিয়ে কার্জ হাসিল করতো। তার মতো এমন আরো অনেক মোহাম্মদ আলী জেলার বিভিন্ন যায়গায় ঘুরে বেড়ায় যার দরুন প্রকৃত সাংবাদিকরা বিব্রতকর অবস্থায় পরছে।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম উদ্দিন বলেন, মোহাম্মদ আলী পেশায় সিএনজি চালক। বিভিন্ন যায়গায় সে সাংবাদিক পরিচয় দিয়ে অপকর্ম চালাতো। সিএনজি চালানোর অন্তরালে সে মাদক ব্যবসা চালাতো। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের সময় তার কাছে বিভিন্ন মিডিয়ার কয়েকটি পরিচয় পত্র পাওয়া যায়। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।