প্রতিপক্ষের হামলায় আহত ইউপি মেম্বারের মৃত্যু

- আপডেট সময় : ১১:০০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ডিসেম্বর ২০১৮ ১৮৬ বার পড়া হয়েছে

মুজিবুর,ময়মনসিংহঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তদের হামলায় আহত ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোস্তাকিম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মো. মোস্তাকীম মিয়া উপজেলার বোকাইনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য ছিলেন ।
উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জেরে লোহার রড দিয়ে পিটিয়ে মোস্তাকীম মিয়ার দুই পা ও ডান হাত ভেঙে দেয় প্রতিপক্ষ ইউপি সদস্য স্বপন মিয়ার লোকেরা।
গত বৃহস্পতিবার ( ৬ ডিসেম্বর ) গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউপি বাসাবাড়ি রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় মোস্তাকীমকে ওই দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শারীরিক অবস্থার অবনতি থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়।
সন্ত্রাসী হামলায় তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও এর তীব্র প্রতিবাদ সহ যারা এই সন্ত্রাসী হত্যাকান্ড ঘটিয়েছে তাদের দূষ্টান্ত মূলক শাস্তি, প্রশাসনকে জোরালো ভূমিকা নেওয়ার দাবি এবং তার রুহের মাগফেরাত কামনা সহ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিব উল্লাহ হাবিব।