পৃথিবীতে এসেই নিষ্ঠুরতার শিকার শিশুটি

- আপডেট সময় : ১১:৩৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০১৯ ৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;
শনিবার দুপুর ১২টা। রাজধানী মিরপুরের রূপনগর এলাকার ৯ নম্বর রোডের ১৮ নম্বর বাড়ির পাশে পড়েছিল একটি নবজাতক কন্যাসন্তান । তার বয়স হবে সর্বোচ্চ ১ দিন। মায়ের পেটের নাড়িও কাটা হয়নি। সদ্য ভূমিষ্ঠ এই শিশুটিকে কে বা কারা উপর থেকে রাস্তায় ফেলে দিয়েছে।
স্থানীয়দের ফোন পেয়ে দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। তবে আশপাশের দুটি বাড়ি খুঁজেও শিশুটির বাবা-মাকে খুঁজে পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র বলেন, আমাদের একাধিক টিম ঘটনাস্থলে এখনও কাজ করছে। যে বা যারা এই নিষ্ঠুর কাজটি করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
আগামীকাল (রোববার) সকালে শিশুটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করবে পুলিশ। এরপর ময়নাতদন্ত শেষে শিশুটির মরদেহ মর্গে রাখা হবে।