অমিতাভ বচ্চন ও টম ক্রুজের সঙ্গে অভিনয় করতে চাই: অপর্ণা
- আপডেট সময় : ১১:৪৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০১৯ ১২০ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক;
চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে গতকাল শুক্রবার বিকেলে মঞ্চস্থ হয়েছে নান্দিকারের নাটক ‘জ্ঞান বৃক্ষের ফল’। নাটকটিতে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ। জানালেন, নাটকটির দুটি প্রদর্শনীতে অংশ নিয়েছেন। আজ শনিবার সকালে ঢাকায় ফিরেই ঈদের নাটকের শুটিংয়ে ব্যস্ত হবেন। ঈদের নাটকের ব্যস্ততা, নাটক নিয়ে ভাবনা ও পরিকল্পনার কথা জানালেন তিনি।
জ্ঞান বৃক্ষের ফল নাটকের পর পর দুটি প্রদর্শনীতে অংশ নিলেন। কেমন লাগছে?
টেলিভিশন নাটকের শুটিং করে যখন খুব ক্লান্ত হয়ে পড়ি, তখন মঞ্চে সময় দিই। মঞ্চ আমাকে প্রাণশক্তি দেয়। নতুন উদ্যমে কাজ করার উৎসাহ পাই। তা ছাড়া এটি ছিল আমার নাটকের দলের জ্ঞান বৃক্ষের ফল নাটকের ১০১তম মঞ্চায়ন। ঢাকায় শততম মঞ্চায়নেও আমি অভিনয় করেছি।
এবার ঈদে কয়টি নাটকে অভিনয় করছেন?
খণ্ডনাটক ও ধারাবাহিক মিলিয়ে ২০টা তো হবেই। বেশিও হতে পারে। শেষ পর্যন্ত কয়টি নাটক প্রচারিত হবে, জানি না।
নাটকের গল্পগুলো কেমন মনে হচ্ছে?
যে নাটকগুলোতে অভিনয় করছি, বেশির ভাগের গল্প হচ্ছে কমেডি ও রোমান্টিক ধাঁচের। গতানুগতিক, চিত্রনাট্যে দুর্বলতা আছে। আমরা একটা বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। ইউটিউব, ওয়েব সিরিজ নানা মাধ্যমের জন্য নাটক ও সিনেমা হচ্ছে। নাটকের গল্প, ভাবনাচিন্তা নিয়ে একধরনের অস্থিরতাও চলছে। আমরা সবাই অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। যার কারণে হযবরল হচ্ছে।
এর মধ্যে কোনটির গল্প আপনার ভালো লেগেছে?
মধ্যবিত্তের গল্প নাটকে অভিনয় করেছি। শুনেছি নামটি বদলে যেতে পারে। মনে হয়েছে, আত্মার শান্তি লাগার মতো কাজ করেছি। এই পরিচালকের সঙ্গে আগেও কাজ করেছি, এবার তিনি তাঁর স্টাইল থেকে বেরিয়ে এসেছেন বলে মনে হয়েছে। ‘যমজ’ সিরিজ এত দিন দেখতাম। এবার আমি নিজে এই ধারাবাহিকে অভিনয় করেছি। মোশাররফ করিম আমার সহশিল্পী।
নজরুলজয়ন্তীতে এনটিভিতে আপনার একটি নাটক দেখানো হবে। নাম ‘তবু আমারে দেব না ভুলিতে’।
তবু আমারে দেব না ভুলিতে নাটকটি বছর তিনেক আগে প্রথম প্রচারিত হয়। আবার দেখানো হচ্ছে? নাটকটিতে অভিনয় করে আনন্দ পেয়েছি।
শেষ তিন প্রশ্ন
সহশিল্পী হিসেবে যাঁর সঙ্গে অভিনয়ের স্বপ্ন দেখি।
অমিতাভ বচ্চন আর টম ক্রুজের সঙ্গে অভিনয় করতে চাই।
যে পরিচালকের কাজ করতে চাই।
সঞ্জয় লীলা বানসালি আমার প্রিয় পরিচালক। সুযোগ যদি পাই, তাঁকে পরিচালক হিসেবে চাই।
নিজের কোন দিকটা বদলাতে চান?
যেমন আছি তেমনই থাকতে চাই। অনেকে ভাবেন, আমি নাকি খুব নাক উঁচু, ভাব দেখাই—মোটেও তা না। আমি খোলা মনের মানুষ।