অপরিপক্ক লিচুতে সয়লাভ দিনাজপুরের বাজার

- আপডেট সময় : ০৪:৪৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯ ৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর:
লিচুর রাজধানী দিনাজপুরের বাজারে আসতে শুরু করেছে অপরিপক্ক লিচু। যদিও মৌসুম শুরু হতে কয়েকদিন বাকি রয়েছে। প্রতিকুল আবহাওয়ায় পুরোপুরি রং আসার আগেই লিচু বিক্রি করতে শুরু করেছেন বলে জানিয়েছেন বাগান মালিকরা।
লিচু চাষে বিখ্যাত দিনাজপুর সদরের মাশিমপুর গ্রামের লিচু উৎপাদনকারী মমিনুল ইসলাম জানান, প্রাণসহ বিভিন্ন কোম্পানি অপরিপক্ক লিচু পাইকারি দরে ক্রয় করছে। লাভজনক হওয়ায় আগেই কিছু লিচু বিক্রি করছি। ঝড়-বৃষ্টির আশংকায় অনেকে অপরিপক্ক লিচু বাজারে বিক্রয় করছে।
দিনাজপুরের লিচুর বাজার শহরের বাহাদুর বাজার, নিউ মার্কেট ফলের বাজার, চকবাজারে সোমবার গিয়ে দেখা যায়, অপরিপক্ক কাচা লিচু দিয়ে শুরু করেছে লিচুর বাজার। অধিকাংশ লিচুর গায়ে রং আসেনি এবং আকারেও ছোট। বাজারে এসব অপরিপক্ক লিচু বিক্রি হচ্ছে প্রতিশত ১২০ থেকে ১৭০ টাকা দরে।
বাজারের বিক্রেতারা সময়ের আলোকে জানান, কাঁচা থাকতেই বাগান থেকে মালিকরা লিচু বাজারে নিয়ে আসছে। সামান্য মুনাফা রেখেই তারা লিচু বিক্রয় করছে ক্রেতাদের নিকট।
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সদর উপজেলা কর্মকর্তা মো. আকলিমুজ্জামান বলেন, দিনাজপুরে এবার লিচুর ফুল আসতে দেরি হওয়ায় মাদ্রাজী লিচু মে মাসের শেষদিকে পরিপক্ক হবে আর বোম্বে ও বেদেনা লিচু পরিপক্ক হবে জুন মাসের প্রথম সপ্তাহ পর। সবশেষে পরিপক্ক হবে চায়না-৩ লিচু।
এদিকে অপরিপক্ক লিচু বাজারে আসায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বিক্রয় বন্ধ করার চেষ্টা করছে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম।