পূজা চেরির ‘না খেয়ে থাকা’র ভিডিও ভাইরাল!

- আপডেট সময় : ০৬:০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯ ১৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক |
নতুন প্রজন্মের জনপ্রিয় নায়িকা পূজা চেরি। শিশু শিল্পী থেকে চিত্রনায়িকা হওয়া এ তারকার ভক্ত সংখ্যাও দিন দিন বেড়ে যাচ্ছে। সর্বশেষ পূজা অভিনীত ‘দহন’ ছবি মুক্তি পায়। এ ছবিতে তার বিপরীতে নায়ক ছিলেন সিয়াম আহমেদ।
এদিকে পূজা চেরির একটি সাক্ষাৎকারের ভিডিও সম্প্রতি ইউটিউবে ভাইরাল হয়েছে। ভিডিওটি ‘দহন’ ছবির সংবাদ সম্মেলনের। ভিডিওতে দেখা যায় উপস্থাপক নাদের চৌধুরীর অনুরোধে ‘দহন’ ছবিতে নিজেকে গড়ে তোলার কথা বলছিলেন পূজা। কথা প্রসঙ্গে পূজা বলেন, ‘এই ছবিতে কাজ করার জন্য অনেক কষ্ট করতে হয়েছে। এমনকি এই ছবির জন্য দুই মাস না খেয়ে থেকেছি।’
পূজার এমন মন্তব্যের ভিডিও দেখে অনেকেই প্রশংসা করেছেন। লাখ ছাড়িয়ে গেছে ভিডিওটির ভিউ। অনেকে ভিডিওটির মন্তব্যের ঘরে যেমন প্রশংসা করেছে তেমনি অনেকে সমালোচনাও করেছেন। অনেকেই বলেছেন না খেয়ে থাকলে পূজা বাঁচতে পারত না। এটা কি করে সম্ভব?