সংবাদ শিরোনাম :
ব্যাডমিন্টন খেলতে গিয়ে লাশ হলো যুবক

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮ ২১১ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধিঃ ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে শ্রাবণ (১৫) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (৯ ডিসেম্বর) রাতে গাজীপুর সিটি করপোরেশনের গাছা চান্দরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শ্রাবণ ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, ‘রাতে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে শ্রাবণের সঙ্গে স্থানীয় তপু, নাহিদ ও জাহিদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শ্রাবণকে বেধড়ক মারধর করা হলে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই শ্রাবণ মারা যায়।’
এ ঘটনায় জড়িত সন্দেহে সরু মোল্লা নামে একজনকে আটক করেছে পুলিশ। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এ কর্মকর্তা।