শাবিপ্রবি থাকবে শিক্ষার্থীবান্ধব; শাবি প্রো-ভিসি ড. কবির হোসেন

- আপডেট সময় : ০৮:৪৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ ১৬৩ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জবাবদিহিতা, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি ও অনিয়ম নিরসনে অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস) বিষয়ে স্টেকহোল্ডারগণের অংশগ্রহণে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার(২৫জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪র্থ তলার সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন। এতে বিভিন্ন বিভাগের ফোকাল পয়েন্টবৃন্দ, দপ্তরের ফোকাল পয়েন্টবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এসময় নিয়ম মেনে চলে প্রত্যেককেই নিজের দায়িত্বটুকুু যথাযথভাবে পালন করার আহ্বান জানিয়ে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন বলেন, সেবা প্রদানের মানসিকতা নিয়ে সকলকে কাজ করতে হবে। সেবার ক্ষেত্রে যেন কোন ভোগান্তি সৃষ্টি না হয় সেদিকে সবাইকে সুদৃষ্টি রাখতে হবে ।
তিনি আরো বলেন, মাননীয় উপাচার্যের সুযোগ্য নেতৃত্বে গত বছর আমরা এপিএতে সেকেন্ড হয়েছি। তার ধারাবাহিকতা রক্ষা করে আমরা আরো সামনে এগিয়ে যেতে চাই ।
স্মার্টনেস অভিযাত্রায় শিক্ষার্থীদের অংশগ্রহণে আমি আনন্দিত। বিশ্ববিদ্যালয় হবে শিক্ষার্থীবান্ধব, আর ছাত্রদের মাধ্যমেই এই বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়িয়ে পড়বে। আমি সেবা সংক্রান্ত সমস্যা সরাসরি ছাত্রদের কাছ থেকে শুনতে চাই। এসব প্রতিকারে আমি নিজেও কাজ করতে চাই, কারণ শিক্ষার্থীদের জন্যই আজ আমরা এখানে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান। সঞ্চালনা করেন এপিএ-এর বিশ্ববিদ্যালয় ফোকাল পয়েন্ট ডেপুটি রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক।