২৫জুন থেকে টানা ৩দিন অর্ধ-দিবস কর্ম বিরতি পালন করবে শাবি শিক্ষক সমিতি
- আপডেট সময় : ১০:২২:২৪ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে
শিক্ষকদের জন্য সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন ‘প্রত্যয় স্কিম’ প্রত্যাহার দাবিত দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এর সাথে একাত্মতা ঘোষণা করে মঙ্গলবার(২৫জুন) থেকে টানা ৩ দিনঅর্ধ-দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শিক্ষক সমিতি। এছাড়াও উত্থাপন করেছে আরও দুই প্রদক্ষেপ।
রোববার(২৩ জুন) রাতে সংগঠনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ আলমগীর কবীর প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষকরা সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপনটি প্রত্যাহার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রস্তাবিত সুপারগ্রেডে অন্তর্ভুক্তকরণ এবং স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে শাবি শিক্ষক সমিতি শিক্ষকদের আত্মমর্যাদা এবং গৌরব রক্ষায় গত মে ২০২৪ থেকে গণস্বাক্ষর, মানববন্ধন, অবস্থান কর্মসূচিসহ নানা কর্মসূচি পালনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করে আসছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অদ্যাবধি যথাযথ কর্তৃপক্ষের পক্ষ থেকে কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এমতাবস্থায়, গত ৪ঠা জুন ২০২৪ তারিখে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপরি-উক্ত দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করেন:
১. আগামী ২৫,২৬ এবং ২৭শে জুন ২০২৪, ৩দিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত অর্ধ দিবস কর্মবিরতি পালন করবেন এবং শিক্ষকদের অবস্থান কর্মসূচি (দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত)। পরীক্ষাসমূহ কর্মবিরতির আওতামুক্ত থাকবে।
২. ৩০ শে জুন পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন এবং শিক্ষকদের অবস্থান কর্মসূচি (দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত)।
পরীক্ষাসমূহ কর্মবিরতির আওতামুক্ত থাকবে।
৩. ১লা জুলাই থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতির কর্মসূচি পালন করবেন।