সংবাদ শিরোনাম :
শাবিপ্রবিতে সরস্বতী পূজা উদযাপন কমিটির সভাপতি সজিব, ভিপি সৌরভ ও সেক্রেটারি তমাল

প্রতিনিধি, শাবিপ্রবি
- আপডেট সময় : ১২:৫৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪ ৪৯৫ বার পড়া হয়েছে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় সরস্বতী পূজা উদযাপন কমিটি-২০২৪ ঘোষণা করা হয়েছে। কমিটিতে পদার্থ বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সজিব চন্দ্র নাথ কে সভাপতি, নৃবিজ্ঞান ৪র্থবর্ষের সৌরভ কুমারকে সহ সভাপতি এবং ব্যবসায় প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তমাল চন্দ্র পাল কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার (৬ই ফেব্রুয়ারি) রাতে কমিটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক বিএমবি বিভাগের ৩য় বর্ষের শুভ্র রায় শ্যাম, কোষাধ্যক্ষ ইইই বিভাগের ৪র্থবর্ষের সজীব ঘটক, সহ কোষাধ্যক্ষ গণিত বিভাগের ৩য় বর্ষের মিথিল চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক ইংরেজি বিভাগের একই বর্ষের তন্ময় দে ও পিএসএস বিভাগের প্রশান্ত মন্ডল।