ঢাকা ১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৭ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যুগপৎ আন্দোলনে থাকা সকল দলকে নিয়ে বিএনপির যৌথসভা Logo ১০ হাজার নেতাকর্মী নিয়ে বরিশাল-৩ আসনে নৌকার প্রার্থী স্বপনের মনোনয়নপত্র দাখিল Logo রাজপথ বিএনপির দখলে না থাকলেও বিটিভি  বিএনপি জামায়াতের দখলে! Logo দেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বেস্ট হোল্ডিং Logo অগ্রণী ব্যাংকের ডিজিএম সৈয়দ সালমা উসমানের বেপরোয়া দুর্নীতি! Logo বরিশালের বাকেরগঞ্জে পল্লী চিকিৎসকের ঘরে লুটপাট Logo চাকুরীচ্যুত হওয়ার পরেও বহাল পায়রা বন্দর প্রকৌশলী নাছির: গড়েছে অবৈধ সম্পদের পাহাড়!  Logo ফায়ার সার্ভিসের অপারেশন এখন করাপশনের ত্রিমুখী জুটি Logo মনোনয়নপ্রত্যাশী ৩৩৬২ জনের সঙ্গে মতবিনিময় করবেন শেখ হাসিনা Logo থিয়েটার কুবি’র নেতৃত্বে সুইটি-হান্নান




ডিপিডিসি’র উপসচিব আসাদুজ্জামানের সম্পদ দেশ-বিদেশে: আছে অর্থ পাচারের তেলেসমতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩১:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩ ১০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আয় বহির্ভূত সম্পদ অর্জন, কোটি কোটি টাকা সিঙ্গাপুরে পাচার, রাজধানীর বিভিন্ন এলাকায় প্লট- ফ্লাট ও ঠিকাদারী ব্যবসা প্রতিষ্ঠানে গড়ে ইনভেস্টমেন্ট রয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি’র উপসচিব আসাদুজ্জামানের। তার বিরুদ্ধে নিয়োগ, বদলী, প্রমোশন বানিজ্য, বিদেশ ভ্রমন ও স্পেশাল ট্রাস্কফোর্সের মাধ্যমে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এসব ঘুষ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে দেশ বিদেশে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং জনপ্রশাসনে দুর্নীতিবাজ এই কর্মকর্তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে জানা গেছে। বিদেশের সম্পদ অর্জনের ক্ষেত্রে দেশের দুর্নীতির অর্থ পাচারের মাধ্যমে বিদেশে পাঠিয়েছেন তিনি। আসাদুজ্জামান মূলত দক্ষিণ সিটি কর্পোরেশনে কর্মরত থাকা অবস্থায় তার দুর্নীতি ও অনিয়মের সাম্রাজ্য গড়ে তোলেন। সেখান থেকে শুরু করে ডিপিডিসিতে কর্মরত অবস্থায় তার আই বহির্ভূত অর্থের পরিমাণ যেন সমুদ্রে পরিণত হয়েছে। যাদের ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে বিদেশ পর্যন্ত।

তৎকালীন ঢাকা সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করার সময় বাকুশাহ সিটি মার্কেট এর দোকান বরাদ্দ নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে আসাদুজ্জামান এর বিরুদ্ধে। এর আগে নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনের চাকরি করার সময় থেকেই দূর্নীতির নিজস্ব সিন্ডিকেট গড়ে তুলেন এই আসাদ।

বর্তমানে আসাদুজ্জামানের বিরুধ্যে নানা অনিয়মের অভিযোগ উঠায় এখন নিজ থেকেই ডিপিডিসির বিদ্যুৎ বিভাগের কোম্পানি সচিবের পদ ছাড়তে চান তিনি। বর্তমানে সচিব পদমর্যাদায় অন্য একটি বিভাগে বদলি হওয়ার পর থেকেই তিনি এই পথ ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন। জানা গেছে তিনি যেকোনো সময় বিদেশেও পারে জমাতে পারেন।

অনুসন্ধানে জানা যায় তার গ্রেডের অনেক কর্মকর্তার আয় বহির্ভূত অর্থ বিদেশে পাচারের সহায়তার ভূমিকাও পালন করেন আসাদুজ্জামান। উপসচিব আসাদুজ্জামানের ঘুষ দুর্নীতি ও অনিয়মের আশ্রয় প্রশ্রয় এবং মদদ দাতা হিসাবে তার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান সবকিছু সামলে রাখেন যা সকল কর্মকর্তা কর্মচারীদের কাছেই স্পষ্ট। নাম প্রকাশ না করার শর্তে ডিপিডিসের একটি সূত্র জানায়, ডিপিডিসি’র সকল দুর্নীতিবাজ কর্মকর্তাদের সেল্টার দিয়ে থাকেন ব্যবস্থাপনা পরিচালক সাহেব। তাদের বিরুদ্ধে যত বড় অপরাধের অভিযোগ আসুক না কেন তিনি কখনোই কোনদিন কোন ব্যবস্থা গ্রহণ করেন না।

আসাদুজ্জামানের যেসব সম্পদ রয়েছে:

**মিজান এবং রতনু নামের দুই ঠিকাদারের মাধ্যমে তার অবৈধ অর্জিত অর্থ ইনভেস্ট করেছেন বলে অনুসন্ধানে জানা গেছে। তার অর্জিত অর্থের এক অংশ বিদেশে পাচার করে বাড়ি ও সম্পদ গড়ে তুলেছেন বাকি অংশ তাদের মাধ্যমে দেশের ব্যবসায় বিনিয়োগ করেছেন। ওই দুই ঘনিষ্ঠ সহযোগীরা ঢাকা ওয়াসার/ এলজিআরডি / বিআইডব্লিউটিএ সহ একাধিক সরকারি প্রতিষ্ঠানের ঠিকাদারি কাজ করেন। তাদের অফিস মতিঝিল মডেল থানার পাশে। ঢাকা ওরিয়েন্টাল কলেজ তেজগাঁও মূল মালিক মাসুদ তার কলেজে বিনিয়োগ মূলত ডিপিডিসির আসাদুজ্জামানের।
** বনানী ই ব্লক এ তার নিজের দুইটি বিলাসবহুল আধুনিক ফ্লাট কেনা রয়েছে। যার মূল্য প্রায় ৪ কোটি টাকা।
**এছাড়াও অর্থ পাচারের মাধ্যমে আসাদুজ্জামান সিংগাপুরে বড় অংকের টাকা পাঠিয়ে সেখানে পরিবারের নামে সম্পদ করেছেন।ইসমাইল এবং শিবলী সরকার এর মাধ্যমে এসব অর্থ পাচার করা হয় এবং তারাই সেখানে ওই টাকা ইনভেস্ট করা সহায়তা করেন। ইসমাইল এবং শিবলীর বাকুশাহ মার্কেট দোকান রয়েছে।

শুধুমাত্র দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েই ক্ষান্ত হননি তিনি, রীতিমতো সরকারকে বোকা বানিয়ে ছেলের চিকিৎসার সহায়তা নামে সম্প্রতি সপরিবারে সিঙ্গাপুর ভ্রমণের বিলাসিতা মিটিয়েছেন আসাদুজ্জামান। মূলত এই বিদেশ যাত্রা উদ্দেশ্য সেখানে থাকা তার ধন-সম্পদের খোঁজখবর ও যত্ন নেয়া।

সুত্রে জানা গেছে, উপসচিব আসাদুজ্জামান আসলে কি বিদ্যুৎ সচিব? নাকি কোম্পানির সচিব? তিনি নর্থ সিটি করপোরেশনে থাকা অবস্থায় দুর্নীতির সাম্রাজ্য গড়তে না পেরে তৎকালীন অতিরিক্ত সচিব ও ডিপিডিসির বোর্ড চেয়ারম্যান সফিক উল্লাহকে ২৫ লক্ষ টাকা ঘুষের বিনিময়ে ডিপিডিসির কোম্পানীর সচিব হিসাবে যোগদান করাতে সহযোগীতা করেন।

তিনি যোগদানের পর থেকেই আসাদুজ্জামান এক শক্তিশালী দুর্নীতির বলয় গড়ে তুলেন। অতীতের সমস্ত রেকর্ড ভেঙ্গে নিয়ম বহির্ভূতভাবে শফিক উল্লাহকে দিয়ে নিয়োগ, বদলী, প্রমোশন, স্পেশাল টাস্কফোর্সের বিদেশ ভ্রমন সহ সিএসএস ও ডিএসএস এর নিয়োগ প্রক্রিয়ার কমিটিতে জোরপূর্বক তাকে রাখতে বাধ্য করেন। এতে যারা বাঁধা দিয়েছে তাদের সবার সাথেই খারাপ আচরন বা অশালীন ব্যবহার করা হয়েছে।

দীর্ঘদিন ডিপিডিসি’র ডাইরেক্টর এইচআর পদ শুন্য থাকায় তিনি একজন উর্ধ্বতন কর্মকর্তার পৃষ্টপোষকতায় শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেন। বর্তমানে তিনি ডিপিডিসির সকল ধরনের কমিটিতেই মেম্বার। এই সব কমিটির মেম্বার হওয়ার পর শক্তিশালী সিন্ডিকেট নিয়ন্ত্রন করে নিয়োগ, বদলী, প্রমোশন, স্পেশাল ট্রাস্কফোর্সের বিদেশ ভ্রমণ, সিএসএস ও ডিএসএস এর মাধ্যমে ঘুষ-দুর্নীতি করে বিগত ৪ বছরে অন্তত ৬২ কোটি টাকার মালিক বনে গেছেন। এই দুর্নীতিবাজের দুইজন বন্ধু ও একাধিক মিটার রিডার বিভিন্ন ডিভিশনে নিয়োগসহ বিভিন্ন ধরনের ঘুষ বানিজ্য করে থাকেন।

মো. সালাহউদ্দিন, সহকারী প্রকৌশলী (ডিপিডিসি) শ্যামপুর রিরোলিং মিল থেকে কোটি কোটি টাকা আদায় করে জনাব আসাদকে দিচ্ছেন। রিরোলিং মিলের মালিকগণ এই সালাহউদ্দিন, এর বিরুদ্ধে একাধিকবার অভিযোগ করেও কোন রকম সমাধান পাননি। এ ছাড়া ডিপিডিসির বিভিন্ন প্রজেক্ট এর ঠিকাদার নিয়োগ ও মালামাল ক্রয়সহ ইত্যাদি সব জায়গায় তিনি ঘুষ বানিজ্য করে থাকেন।

এমনকি পাবলিক রিলেশন দপ্তর ও মেডিক্যাল দপ্তর এর বিভিন্ন যন্ত্রাংশ ক্রয়, ঔষধ ক্রয়, পত্রিকায় বিজ্ঞাপন দেয়া সহ সব জায়গায় তার ঘুষ বানিজ্যের হস্তক্ষেপ রয়েছে।

বিভিন্ন দপ্তরে স্পেশাল ট্রাস্কফোর্স অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলেই তার নলেজে আসার কয়েক ঘন্টার মধ্যেই তার দালাল চক্রের সদস্যরা রফাদফা করে বিদ্যুৎ বিল ৬০/৭০ শতাংশ কমিয়ে জাতীয় রাজস্বসহ ডিপিডিসির রাজস্বের ব্যাপক ক্ষতি সাধন করছে। গ্রাহক প্রস্তাবে রাজী না হলে তাকে ২/৩ গুণ বেশি বিল করে দেন এবং করিয়ে দেয়ার ভয় দেখান।

এমনও দেখা গেছে, বেশি বিল আসার পর গ্রাহক যখন অফিসে যোগাযোগ করে তখন গ্রাহককে বলা হয় বিল কমানোর জন্য আপনি একটি আবেদন করেন। পরবর্তীতে আবেদনের পরিপ্রেক্ষিতে কমিটি করে প্রভাব খাটিয়ে বিল কমানো হয়ে থাকে। এদের মধ্যে উল্লেখযোগ্য দপ্তরগুলো হলো- শীতলক্ষ্যা, কাকরাইল, বনশ্রী ও তেজগাঁও। দুর্নীতিবাজ এই কর্মকর্তা একাধিকবার দেশের বাহিরে প্রি-শিপমেন্ট ইন্সপেকশনে গেছেন।

তিনি টেকনিক্যাল পার্সন না হয়েও বিভিন্ন সময় আমেরিকা, মেক্সিকো, ইংল্যান্ড, জার্মানী, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশ ভ্রমন (প্রি-শিপমেন্ট) ইন্সপেকশনে গিয়েছেন। এমনকি গত কয়েকদিন পূর্বেও তিনি চীন সফর শেষ করে অতিরিক্ত আরও ৮ দিন ভ্রমণ শেষে দেশে ফিরেন। সরকার যেখানে বিনা কারণে বিদেশ ভ্রমণকে নিরুৎসাহিত করেছে এবং দেশবাসীকে কৃচ্ছতা সাধনের পরামর্শ দিয়েছে, সেখানে এই দুর্নীতিবাজ কর্মকর্তা বারবার বিদেশ যাচ্ছেন কিসের টানে এমন প্রশ্ন উঠে এসেছে। তাছাড়া ডিপিডিসির কোন কর্মকর্তা বিদেশ গেলে আসাদের জন্য আইফোন-১৪ প্রো-ম্যাক্স আনতে বলা হয়েছে। এখন পর্যন্ত তার জন্য ১০/১১টি আইফোন ১৪ প্রো-ম্যাক্স আনা হয়েছে এবং বলা হচ্ছে মন্ত্রণালয়ের বড় কর্মকর্তাদের দিতে হবে যা ভবিষ্যতে আপনাদের পদোন্নতিতে কাজে লাগবে। দুর্নীতির টাকায় ধানমণ্ডিতে আলিশান বাড়ী, গাজীপুরে রিসোর্ট, পূর্বাচলে নামে বেনামে একাধিক প্লটের মালিক। গাজীপুরের রিসোর্টে প্রায়ই প্রমোদ পার্টি অরগানাইজ করা হয়। অফিস ফাঁকি দিয়ে অধিকাংশ সময় মন্ত্রণালয়ে ঘুরাঘুরি করেন এবং সকলের নিকট বলে বেড়ান মন্ত্রণালয় তার হাতের মুঠোয়, যখন যা বলবে তখন তাই হবে। ইতিপূর্বে মন্ত্রনালয়ে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দেয়া হয়েছিল যার কোন তদন্ত এখন পর্যন্ত হয়নি। এ সব যেন দেখার কেউ নেই। দুর্নীতিবাজ এই কর্মকর্তা নিজের স্বার্থে দেশের কোটি কোটি টাকা লুটপাট করছে এবং ডিপিডিসিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তার অযাচিত ব্যবহারে ডিপিডিসি প্রশাসন নাভিশ্বাস হয়ে উঠেছে। যা প্রশাসনে খোঁজ নিলেই জানা যাবে। চীফ মেডিক্যাল অফিসার মইনুল তার সাথে তাল মিলিয়ে কোন রকম চলছে আর বাকী সবাই অতিষ্ট। উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও কোন সুরাহা হচ্ছে না। এসব অভিযোগ দ্রুত আমলে নিয়ে তদন্তে সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন।

এই বিষয়ে দুদকের উপ-পরিচালক জনসংযোগ কর্মকর্তা এ প্রতিবেদককে বলেন, যে কোনো অভিযোগ দাখিল হলে যাছাই-বাছাইয়ের পর সিদ্ধান্ত নেয়া হয়।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আমাদের ভেতরে যখন ক্ষমতার অপব্যবহারের চিন্তা থাকে তখনই দুর্নীতি হয়। আর দুর্নীতিকে রোধ করতে নিজেদের মনোভাবকে পরিবর্তন করতে হবে। দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনতে হবে। না হলে দুর্নীতি বন্ধ হবে না।

এই বিষয়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি’র উপসচিব আসাদুজ্জামানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




ডিপিডিসি’র উপসচিব আসাদুজ্জামানের সম্পদ দেশ-বিদেশে: আছে অর্থ পাচারের তেলেসমতি

আপডেট সময় : ০২:৩১:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক: আয় বহির্ভূত সম্পদ অর্জন, কোটি কোটি টাকা সিঙ্গাপুরে পাচার, রাজধানীর বিভিন্ন এলাকায় প্লট- ফ্লাট ও ঠিকাদারী ব্যবসা প্রতিষ্ঠানে গড়ে ইনভেস্টমেন্ট রয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি’র উপসচিব আসাদুজ্জামানের। তার বিরুদ্ধে নিয়োগ, বদলী, প্রমোশন বানিজ্য, বিদেশ ভ্রমন ও স্পেশাল ট্রাস্কফোর্সের মাধ্যমে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এসব ঘুষ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে দেশ বিদেশে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং জনপ্রশাসনে দুর্নীতিবাজ এই কর্মকর্তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে জানা গেছে। বিদেশের সম্পদ অর্জনের ক্ষেত্রে দেশের দুর্নীতির অর্থ পাচারের মাধ্যমে বিদেশে পাঠিয়েছেন তিনি। আসাদুজ্জামান মূলত দক্ষিণ সিটি কর্পোরেশনে কর্মরত থাকা অবস্থায় তার দুর্নীতি ও অনিয়মের সাম্রাজ্য গড়ে তোলেন। সেখান থেকে শুরু করে ডিপিডিসিতে কর্মরত অবস্থায় তার আই বহির্ভূত অর্থের পরিমাণ যেন সমুদ্রে পরিণত হয়েছে। যাদের ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে বিদেশ পর্যন্ত।

তৎকালীন ঢাকা সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করার সময় বাকুশাহ সিটি মার্কেট এর দোকান বরাদ্দ নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে আসাদুজ্জামান এর বিরুদ্ধে। এর আগে নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনের চাকরি করার সময় থেকেই দূর্নীতির নিজস্ব সিন্ডিকেট গড়ে তুলেন এই আসাদ।

বর্তমানে আসাদুজ্জামানের বিরুধ্যে নানা অনিয়মের অভিযোগ উঠায় এখন নিজ থেকেই ডিপিডিসির বিদ্যুৎ বিভাগের কোম্পানি সচিবের পদ ছাড়তে চান তিনি। বর্তমানে সচিব পদমর্যাদায় অন্য একটি বিভাগে বদলি হওয়ার পর থেকেই তিনি এই পথ ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন। জানা গেছে তিনি যেকোনো সময় বিদেশেও পারে জমাতে পারেন।

অনুসন্ধানে জানা যায় তার গ্রেডের অনেক কর্মকর্তার আয় বহির্ভূত অর্থ বিদেশে পাচারের সহায়তার ভূমিকাও পালন করেন আসাদুজ্জামান। উপসচিব আসাদুজ্জামানের ঘুষ দুর্নীতি ও অনিয়মের আশ্রয় প্রশ্রয় এবং মদদ দাতা হিসাবে তার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান সবকিছু সামলে রাখেন যা সকল কর্মকর্তা কর্মচারীদের কাছেই স্পষ্ট। নাম প্রকাশ না করার শর্তে ডিপিডিসের একটি সূত্র জানায়, ডিপিডিসি’র সকল দুর্নীতিবাজ কর্মকর্তাদের সেল্টার দিয়ে থাকেন ব্যবস্থাপনা পরিচালক সাহেব। তাদের বিরুদ্ধে যত বড় অপরাধের অভিযোগ আসুক না কেন তিনি কখনোই কোনদিন কোন ব্যবস্থা গ্রহণ করেন না।

আসাদুজ্জামানের যেসব সম্পদ রয়েছে:

**মিজান এবং রতনু নামের দুই ঠিকাদারের মাধ্যমে তার অবৈধ অর্জিত অর্থ ইনভেস্ট করেছেন বলে অনুসন্ধানে জানা গেছে। তার অর্জিত অর্থের এক অংশ বিদেশে পাচার করে বাড়ি ও সম্পদ গড়ে তুলেছেন বাকি অংশ তাদের মাধ্যমে দেশের ব্যবসায় বিনিয়োগ করেছেন। ওই দুই ঘনিষ্ঠ সহযোগীরা ঢাকা ওয়াসার/ এলজিআরডি / বিআইডব্লিউটিএ সহ একাধিক সরকারি প্রতিষ্ঠানের ঠিকাদারি কাজ করেন। তাদের অফিস মতিঝিল মডেল থানার পাশে। ঢাকা ওরিয়েন্টাল কলেজ তেজগাঁও মূল মালিক মাসুদ তার কলেজে বিনিয়োগ মূলত ডিপিডিসির আসাদুজ্জামানের।
** বনানী ই ব্লক এ তার নিজের দুইটি বিলাসবহুল আধুনিক ফ্লাট কেনা রয়েছে। যার মূল্য প্রায় ৪ কোটি টাকা।
**এছাড়াও অর্থ পাচারের মাধ্যমে আসাদুজ্জামান সিংগাপুরে বড় অংকের টাকা পাঠিয়ে সেখানে পরিবারের নামে সম্পদ করেছেন।ইসমাইল এবং শিবলী সরকার এর মাধ্যমে এসব অর্থ পাচার করা হয় এবং তারাই সেখানে ওই টাকা ইনভেস্ট করা সহায়তা করেন। ইসমাইল এবং শিবলীর বাকুশাহ মার্কেট দোকান রয়েছে।

শুধুমাত্র দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েই ক্ষান্ত হননি তিনি, রীতিমতো সরকারকে বোকা বানিয়ে ছেলের চিকিৎসার সহায়তা নামে সম্প্রতি সপরিবারে সিঙ্গাপুর ভ্রমণের বিলাসিতা মিটিয়েছেন আসাদুজ্জামান। মূলত এই বিদেশ যাত্রা উদ্দেশ্য সেখানে থাকা তার ধন-সম্পদের খোঁজখবর ও যত্ন নেয়া।

সুত্রে জানা গেছে, উপসচিব আসাদুজ্জামান আসলে কি বিদ্যুৎ সচিব? নাকি কোম্পানির সচিব? তিনি নর্থ সিটি করপোরেশনে থাকা অবস্থায় দুর্নীতির সাম্রাজ্য গড়তে না পেরে তৎকালীন অতিরিক্ত সচিব ও ডিপিডিসির বোর্ড চেয়ারম্যান সফিক উল্লাহকে ২৫ লক্ষ টাকা ঘুষের বিনিময়ে ডিপিডিসির কোম্পানীর সচিব হিসাবে যোগদান করাতে সহযোগীতা করেন।

তিনি যোগদানের পর থেকেই আসাদুজ্জামান এক শক্তিশালী দুর্নীতির বলয় গড়ে তুলেন। অতীতের সমস্ত রেকর্ড ভেঙ্গে নিয়ম বহির্ভূতভাবে শফিক উল্লাহকে দিয়ে নিয়োগ, বদলী, প্রমোশন, স্পেশাল টাস্কফোর্সের বিদেশ ভ্রমন সহ সিএসএস ও ডিএসএস এর নিয়োগ প্রক্রিয়ার কমিটিতে জোরপূর্বক তাকে রাখতে বাধ্য করেন। এতে যারা বাঁধা দিয়েছে তাদের সবার সাথেই খারাপ আচরন বা অশালীন ব্যবহার করা হয়েছে।

দীর্ঘদিন ডিপিডিসি’র ডাইরেক্টর এইচআর পদ শুন্য থাকায় তিনি একজন উর্ধ্বতন কর্মকর্তার পৃষ্টপোষকতায় শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেন। বর্তমানে তিনি ডিপিডিসির সকল ধরনের কমিটিতেই মেম্বার। এই সব কমিটির মেম্বার হওয়ার পর শক্তিশালী সিন্ডিকেট নিয়ন্ত্রন করে নিয়োগ, বদলী, প্রমোশন, স্পেশাল ট্রাস্কফোর্সের বিদেশ ভ্রমণ, সিএসএস ও ডিএসএস এর মাধ্যমে ঘুষ-দুর্নীতি করে বিগত ৪ বছরে অন্তত ৬২ কোটি টাকার মালিক বনে গেছেন। এই দুর্নীতিবাজের দুইজন বন্ধু ও একাধিক মিটার রিডার বিভিন্ন ডিভিশনে নিয়োগসহ বিভিন্ন ধরনের ঘুষ বানিজ্য করে থাকেন।

মো. সালাহউদ্দিন, সহকারী প্রকৌশলী (ডিপিডিসি) শ্যামপুর রিরোলিং মিল থেকে কোটি কোটি টাকা আদায় করে জনাব আসাদকে দিচ্ছেন। রিরোলিং মিলের মালিকগণ এই সালাহউদ্দিন, এর বিরুদ্ধে একাধিকবার অভিযোগ করেও কোন রকম সমাধান পাননি। এ ছাড়া ডিপিডিসির বিভিন্ন প্রজেক্ট এর ঠিকাদার নিয়োগ ও মালামাল ক্রয়সহ ইত্যাদি সব জায়গায় তিনি ঘুষ বানিজ্য করে থাকেন।

এমনকি পাবলিক রিলেশন দপ্তর ও মেডিক্যাল দপ্তর এর বিভিন্ন যন্ত্রাংশ ক্রয়, ঔষধ ক্রয়, পত্রিকায় বিজ্ঞাপন দেয়া সহ সব জায়গায় তার ঘুষ বানিজ্যের হস্তক্ষেপ রয়েছে।

বিভিন্ন দপ্তরে স্পেশাল ট্রাস্কফোর্স অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলেই তার নলেজে আসার কয়েক ঘন্টার মধ্যেই তার দালাল চক্রের সদস্যরা রফাদফা করে বিদ্যুৎ বিল ৬০/৭০ শতাংশ কমিয়ে জাতীয় রাজস্বসহ ডিপিডিসির রাজস্বের ব্যাপক ক্ষতি সাধন করছে। গ্রাহক প্রস্তাবে রাজী না হলে তাকে ২/৩ গুণ বেশি বিল করে দেন এবং করিয়ে দেয়ার ভয় দেখান।

এমনও দেখা গেছে, বেশি বিল আসার পর গ্রাহক যখন অফিসে যোগাযোগ করে তখন গ্রাহককে বলা হয় বিল কমানোর জন্য আপনি একটি আবেদন করেন। পরবর্তীতে আবেদনের পরিপ্রেক্ষিতে কমিটি করে প্রভাব খাটিয়ে বিল কমানো হয়ে থাকে। এদের মধ্যে উল্লেখযোগ্য দপ্তরগুলো হলো- শীতলক্ষ্যা, কাকরাইল, বনশ্রী ও তেজগাঁও। দুর্নীতিবাজ এই কর্মকর্তা একাধিকবার দেশের বাহিরে প্রি-শিপমেন্ট ইন্সপেকশনে গেছেন।

তিনি টেকনিক্যাল পার্সন না হয়েও বিভিন্ন সময় আমেরিকা, মেক্সিকো, ইংল্যান্ড, জার্মানী, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশ ভ্রমন (প্রি-শিপমেন্ট) ইন্সপেকশনে গিয়েছেন। এমনকি গত কয়েকদিন পূর্বেও তিনি চীন সফর শেষ করে অতিরিক্ত আরও ৮ দিন ভ্রমণ শেষে দেশে ফিরেন। সরকার যেখানে বিনা কারণে বিদেশ ভ্রমণকে নিরুৎসাহিত করেছে এবং দেশবাসীকে কৃচ্ছতা সাধনের পরামর্শ দিয়েছে, সেখানে এই দুর্নীতিবাজ কর্মকর্তা বারবার বিদেশ যাচ্ছেন কিসের টানে এমন প্রশ্ন উঠে এসেছে। তাছাড়া ডিপিডিসির কোন কর্মকর্তা বিদেশ গেলে আসাদের জন্য আইফোন-১৪ প্রো-ম্যাক্স আনতে বলা হয়েছে। এখন পর্যন্ত তার জন্য ১০/১১টি আইফোন ১৪ প্রো-ম্যাক্স আনা হয়েছে এবং বলা হচ্ছে মন্ত্রণালয়ের বড় কর্মকর্তাদের দিতে হবে যা ভবিষ্যতে আপনাদের পদোন্নতিতে কাজে লাগবে। দুর্নীতির টাকায় ধানমণ্ডিতে আলিশান বাড়ী, গাজীপুরে রিসোর্ট, পূর্বাচলে নামে বেনামে একাধিক প্লটের মালিক। গাজীপুরের রিসোর্টে প্রায়ই প্রমোদ পার্টি অরগানাইজ করা হয়। অফিস ফাঁকি দিয়ে অধিকাংশ সময় মন্ত্রণালয়ে ঘুরাঘুরি করেন এবং সকলের নিকট বলে বেড়ান মন্ত্রণালয় তার হাতের মুঠোয়, যখন যা বলবে তখন তাই হবে। ইতিপূর্বে মন্ত্রনালয়ে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দেয়া হয়েছিল যার কোন তদন্ত এখন পর্যন্ত হয়নি। এ সব যেন দেখার কেউ নেই। দুর্নীতিবাজ এই কর্মকর্তা নিজের স্বার্থে দেশের কোটি কোটি টাকা লুটপাট করছে এবং ডিপিডিসিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তার অযাচিত ব্যবহারে ডিপিডিসি প্রশাসন নাভিশ্বাস হয়ে উঠেছে। যা প্রশাসনে খোঁজ নিলেই জানা যাবে। চীফ মেডিক্যাল অফিসার মইনুল তার সাথে তাল মিলিয়ে কোন রকম চলছে আর বাকী সবাই অতিষ্ট। উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও কোন সুরাহা হচ্ছে না। এসব অভিযোগ দ্রুত আমলে নিয়ে তদন্তে সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন।

এই বিষয়ে দুদকের উপ-পরিচালক জনসংযোগ কর্মকর্তা এ প্রতিবেদককে বলেন, যে কোনো অভিযোগ দাখিল হলে যাছাই-বাছাইয়ের পর সিদ্ধান্ত নেয়া হয়।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আমাদের ভেতরে যখন ক্ষমতার অপব্যবহারের চিন্তা থাকে তখনই দুর্নীতি হয়। আর দুর্নীতিকে রোধ করতে নিজেদের মনোভাবকে পরিবর্তন করতে হবে। দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনতে হবে। না হলে দুর্নীতি বন্ধ হবে না।

এই বিষয়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি’র উপসচিব আসাদুজ্জামানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।