টনক নড়েছে কর্তৃপক্ষের
সংবাদ প্রচারের পর পরিবার পরিকল্পনার সেই সহকারী পরিচালকের বদলি

- আপডেট সময় : ১১:০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩ ৭২ বার পড়া হয়েছে

এইচ আর শফিক: অবশেষে টনক নড়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্তাদের। সম্প্রতি ঘুষ দূর্নীতি স্বজনপ্রিতি ও মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে বদলি বাণিজ্য সহ নানান অপকর্মের সংবাদ প্রচারের পর সেই সহকারী পরিচালক পার-১ মান্নানকে বদলি করা হয়েছে। মান্নানের দুর্নীতি ও খামখেয়ালি কর্মকান্ডের কারণে অধিদপ্তরের প্রায় ৬০ হাজার কর্মকর্তা-কর্মচারীর মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছিল বলে জানান অধিদপ্তরের একাধিক ভুক্তভোগী কর্মচারী।
৯ এপ্রিল উপসচিব মোঃ মহসিন উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে সহকারী পরিচালক মান্নানকে চুয়াডাঙ্গায় বদলির আদেশ দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক অধিদপ্তরের এক কর্মকর্তা সকালের সংবাদকে জানান, সংবাদ প্রচারের পর থেকেই মান্নানের বিষয়টি নিয়ে অধিদপ্তরের কর্তা ব্যক্তিদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল।
মো: মান্নান এর কাছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রায় ৬০ হাজার কর্মকর্তা কর্মচারী বন্দী শিরোনামে ধারাবাহিক সংবাদ প্রচার করে সকলের সংবাদ। এর কয়েকদিন পরেই তার বদলির প্রজ্ঞাপন জারি করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
অধিদপ্তরের সূত্র জানায়, মান্নানের বদলি হলেও মন্ত্রণালয় মিলে তার কুশীলব সিন্ডিকেট রয়েছেন বহাল তবিয়াতে। যাদের সহায়তায় চুয়াডাঙ্গা বসেও কলকাঠি নাড়তে পারেন তিনি। সূত্র জানিয়েছে শুধু মান্নান নয় মান্নানের সহযোগী সিন্ডিকেট সকলের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে যেই লাউ সেই কদু”।
উল্লেখ্য, এই দূর্নীতিবাজ কর্মকর্তার কোটি কোটি টাকা নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে বদলী পদায়নসহ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মালামাল ক্রয়ে ঘাবলা করে সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ। অধিদপ্তরে কথিত রয়েছে মন্ত্রণালয়ের সচিবের খুব কাছের মানুষ বলেই তিনি আইনের ঊর্ধ্বে ধরাছোঁয়ার বাইরে ছিলেন। পদোন্নতি বদলি নিয়োগ এমন বিভিন্ন অজুহাতে মন্ত্রনালয়ের কিছু অসাধু কর্মকর্তার সিন্ডিকেট মিলে অধিদপ্তরে প্রায় ২০ কোটি টাকা আত্মসাৎ করেছে এই মান্নান সিন্ডিকেট।
135 total views, 1 views today