রাজউকের ৩০ হাজার নথি গায়েব: অভিযোগ সদস্য তন্ময় দাসের বিরুদ্ধে!

- আপডেট সময় : ১২:৪২:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩ ৬১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক সদস্য যুগ্ম সচিব তন্ময় দাসের বিরুদ্ধে ৩০ হাজার নথি গায়েব ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এ একটি অভিযোগ দায়ের করেছেন রাজউক এর দেবাশীষ সাহা নামের নিয়ন্ত্রণ কক্ষের একজন কর্মকর্তা।
তথ্য বলছে, রাজউকের সদস্য (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) যুগ্ম সচিব তন্ময় দাস রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ শাখায় তার নিয়োজিত ২/৩ জন দালাল অফিসারদের মাধ্যমে অবৈধ পন্থায় ১০০ কোটি টাকার মালিক বনে গেছেন। তিনি তার স্ত্রী এবং শ্বশুর বাড়ির আত্মীয়দের নামে গড়ে তুলেছেন কোটি কোটি টাকার সম্পদের পাহাড়। রাজউকের ৩০,০০০ হাজার নথি গায়েবের মূল হোতা তন্ময় দাস টেকনো হেভেনের (রাজউকের সফটওয়্যার ডেভেলপার কোম্পানীর) যোগসাজশে কোটি কোটি টাকা অবৈধ পন্থায় অর্জন করেছেন। তার অধীনস্থ অথরাইজড অফিসার সহকারী অথরাইজড অফিসার এমনকি ইন্সপেক্টরদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে পোস্টিংসহ নক্সা জালিয়াতির মত বড় বড় কাজ তিনি তার নির্ধারিত দালালের মাধ্যমে করিয়ে কোটি কোটি টাকার বাণিজ্য করে। এলাকায় গড়ে তুলেছেন অবৈধ সম্পদের পাহাড়। তিনি (তন্ময় দাস) বলে থাকেন, জনপ্রশাসন সচিব ও এপিডি আব্দুর সবুর , যতদিন রাজউকে থাকবো কামিয়ে যাবো, রাজউকে পোস্টিং নিয়ে এসেছি কামানোর জন্য। মাননীয় চেয়ারম্যান তার এবং তার পরিবারের সদস্যদের ব্যক্তিগত হিসাব বিবরণী যাচাই করলে বেরিয়ে আসবে শত শত কোটি। টাকার অবৈধ সম্পদের পাহাড়।
অভিযোগকারী উক্ত অভিযোগে দাবি করেন, দেশের স্বার্থে ও রাজউকের ভাবমূর্তি রক্ষার স্বার্থে তার এবং তার পরিবারের সম্পদের বিবরণী তদন্তের ব্যবস্থা করলে আমরা রাজউকের সকল কর্মকর্তা কর্মচারী চির কৃতজ্ঞ থাকবো।
অভিযোগের বিষয় খোঁজ খবর নিতে গেলে সংশ্লিষ্ট দপ্তরের একাধিক কর্মকর্তা (নাম অনিচ্ছুক) বলেন বর্তমানে রাজউকের সকল অনৈতিক কর্মকান্ডের পৃষ্ঠপোষক সিন্ডিকেটের একজন তন্ময় দাস। তার বিরুদ্ধে বলার মত সাহস কারো নেই। অভিযোগের বিষয়বস্তু সঠিক হলে উক্ত দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
উল্লেখিত অভিযোগ সম্পর্কে যুগ্ম সচিব তন্ময় দাসের মুঠোফোন নাম্বারে জানতে চাইলে তিনি বলেন, আপনি নতুন খবর দিলেন। এই প্রথম শুনলাম বিষয়টি।