কবি মাহফুজা অনন্যার আলোচিত কবিতাগ্রন্থ “আশি দোররা চুম্বন”
- আপডেট সময় : ১১:৫৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১ ১৬৯ বার পড়া হয়েছে
সকালের সংবাদ ডেস্ক: এবারের বইমেলায় আলোচিত ও সকলের নিকট সমাদৃত ভালোবাসার কবিতার অন্যন্য প্রকাশ “আশি দোররা চুম্বন”। তরুণ প্রজন্মের অনুপ্রেরণার উৎস কবি মাহফুজা অনন্যার “আশি দোররা চুম্বন” বইটি বইমেলায় পাওয়া যাচ্ছে প্রতিভা প্রকাশ স্টলে ১৩১-১৩২-১৩৩
এ বছর অর্থাৎ ২০২১ বইমেলায় কবি মাহফুজা অনন্যার নতুন একটি বই “আশি দোররা চুম্বন” প্রকাশিত হয়েছে ‘প্রতিভা প্রকাশ’ থেকে। বইটিতে মোট ৬৪ টি কবিতা আছে। কবিতায় উঠে এসেছে করোনাকালীন সংকট, বিপন্ন জীবন-জীবিকা, প্রেম-ভালোবাসা, অর্থনাশ-অর্থসংকট, স্বাস্থ্যখাত এবং অন্যান্য। কিছু অসাধারণ প্রেমের কবিতাও রয়েছে যা পাঠককে সমৃদ্ধ করবে এবং বিপুল আনন্দ দেবে। ২০২১ বইমেলায় কবি মাহফুজা অনন্যার “আশি দোররা ” বইটিও ব্যাপক পাঠকনন্দিত হবে বলে আশা করছি। “আশি দোররা চুম্বন” বইটি ২৫% কমিশনে মূল্য ১২০ টাকা মাত্র।
উল্লেখ্য, সময়ের আলোচিত কবি মাহফুজা অনন্যার প্রকাশিত কাব্যগ্রন্থ ৪টি। প্রথম কবিতার বই “সোনালি অসুখ”- ২০১৯ বইমেলায় প্রকাশিত হয় একাত্তর প্রকাশনী থেকে। বইটিতে স্থান পেয়েছে মিষ্টি প্রেমের বেশকিছু কবিতা। এছাড়া ২০১৯ এ বেহুলাবাংলা থেকে প্রকাশিত হয় আরও একটি কবিতার বই “কামার্ত নগরের কামিজ”। “কামার্ত নগরের কামিজ” বইটি বেশ পাঠকপ্রিয়তা পায়। বইটিতে ৭২টি কবিতা আছে বিভিন্ন বিষয়ের উপর। সমসাময়িক, দেশভাবনা ও নাগরিক জীবনের প্রেম ও সংকট নিয়ে লেখা “কামার্ত নগরের কামিজ” বইটি পাঠক হৃদয়ে ব্যাপক সাড়া ফেলে। অসংখ্য পাঠক ও কবিতা বোদ্ধাদের ভালোবাসায় ঋদ্ধ মাহফুজা অনন্যার আরও একটি বই “এবং নাভির কান্না” প্রকাশিত হয় ২০২০ বইমেলা। বইটি সে বছর বেহুলাবাংলা প্রকাশনের বেস্টসেলার তালিকায় ছিল।