চুনারুঘাটে রোজাদারদের মাঝে নিজ হাতে তৈরি ইফতার বিতরণ করলো মেম্বার
- আপডেট সময় : ০২:১৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০ ১০০ বার পড়া হয়েছে
চুনারুঘাট হবিগঞ্জ প্রতিনিধি : নিজ হাতে তৈরি ইফতার সামগ্রী রাস্তায় রাস্তায় হেঁটে আহম্মদাবাদ ইউনিয়নের সাধারণ খেটে খাওয়া ভাসমান মানুষের মধ্যে বিতরণ করেছেন দুলাল মেম্বার।
(১ মে )শুক্রবার আহম্মদাবাদ ইউনিয়নের আমুরোড,রাজার বাজার ও রানীকোর্ট সহ বেদে পল্লী বাসীর হাতে এ ইফতার সামগ্রী তুলে দেন তিনি।
এর আগে বুধবার ( ২৯ এপ্রিল )৫ম রোজায় একইভাবে সাধারণ মানুষের হাতে ইফতার সামগ্রী বিতরণ করেছিলেন তিনি।
দুলাল মেম্বার তার দুই পুত্র কে সাথে নিয়ে প্রতিদিন ৫০০ থেকে ৮০০ পেকেট ইফতারীর বিতরণ করে থাকেন।
তিনি জানান, শনিবার থেকে রমজান শুরু হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা একটা বছর অপেক্ষা করে রমজানের জন্য। কিন্তু করোনার মধ্যে এবারের রমজান আগের থেকে ভিন্ন। করোনার সংকটের কারণে অনেকের বাসায় ইফতারের ব্যবস্থা নেই। অনেকের ঘরে খাবার নেই। বাজারে দোকান বন্ধ।তাই বাসায় ইফতার তৈরি করে রাস্তায় বের হয়েছি। সামাজিক দূরত্ব মেনে ৫ শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করেছি বুধবার। শুক্রবার ৮০০ মানুষের মাঝে ইফতার বিতরণ করেছি।এ ধারা মাস ব্যাপী অব্যাহত থাকবে।
তিনি বলেন,বিমান প্রতিমন্ত্রী এড.মাহবুব আলীর নির্দেশে এই ইফতার বিতরণ শুরু করেছি যা আমার কাছে জীবনের অন্যতম আনন্দের এক মুহূর্ত মনে হয়েছে। কারণ এসব মানুষ ইফতার পেয়ে যে খুশি হয়েছেন তা দেখে আমার মন ভরে গেছে। আমি চেষ্টা করছি, আমার আয়োজনটা আরেকটু বড় করার। প্রতিদিন এ আয়োজন অব্যাহত রাখার চেষ্টা করছি।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি দুলাল মেম্বার আহম্মদাবাদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য হিসাবে ২৫ বছর ধরে নির্বাচিত হয়ে কাজ করছেন।
তিনি এ বার চেয়ারম্যান- পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।