হবিগঞ্জে আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম খানকে দল থেকে বহিষ্কার
- আপডেট সময় : ১১:৫১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০ ৮৫ বার পড়া হয়েছে
হবিগঞ্জ প্রতিনিধি : দলের শৃংখলা ও ভাবমুর্তী ক্ষুন্নের জন্য বানিয়াচঙ্গ উপজেলার কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম খানকে দল থেকে অস্থায়ী বহিষ্কার করা হয়েছে। কেন তাকে স্হায়ী বহিষ্কার করা হবেনা এ মর্মে কারণ দর্শানোর জন্য চিটি দেয়া হয়ছে।বিষয়টি হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদককে অবহিত করে তাদের বরাবরে পত্র পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমির হোসেন মাষ্টার ও সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান। উল্লেখ্য যে,গতকাল সোমবার বিকেলে স্হানীয় মিলনগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত ওএম এস ডিলার এবং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম খানকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাটিয়েছে।তার বিরুদ্ধে অভিযোগ ছিল, সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ও এম এসের চাল বিতরন কালে ওজনে কম দেয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে উল্লেখিত রায় প্রদান করেন প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিষ্টেট ও এ সি ল্যান্ড মোঃ মতিউর রহমান খান।