কাউন্সিলর পদে আওয়ামী লীগের ৩ ওয়ার্ডে প্রার্থী পরিবর্তন
- আপডেট সময় : ১২:০৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯ ১০৬ বার পড়া হয়েছে
সকালের সংবাদ ডেস্ক;
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের তিনটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীতে পরিবর্তন আনা হয়েছে।
রোববার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার এক সংবাদবিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে মনোনয়ন দেয়া হয়েছে মোহাম্মদ ইকবাল হোসেন তিতুকে। তিনি মিরপুর থানা আওয়ামী লীগের একজন সদস্য। এর আগে এই ওয়ার্ডে প্রার্থী হিসেবে ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুরাদ হোসেনকে সমর্থন করা হয়েছিল।
আর ঢাকা দক্ষিণ সিটির ১২ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন গোলাম আশরাফ তালুকদার। তিনি এই ওয়ার্ডটির বর্তমান কাউন্সিলর। এর আগে এখানে ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সাবেক উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ম. ম. মামুন রশিদ শুভ্রকে সমর্থন দিয়েছিল দল।
একই সিটিতে ৩৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর আউয়াল হোসেন। আগে প্রার্থী হিসেবে ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইলিয়াস রশীদকে সমর্থন দেয়া হয়েছিল।
এদিন দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কাউন্সিলর পদে প্রার্থীদের তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম।
আর ঢাকা দক্ষিণে দলটির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস।