হারুন আহমেদের ‘বঙ্গকন্যা’
- আপডেট সময় : ০৩:৪৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯ ১৫১ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সম্প্রতি হারুন আহমেদের কথা, সুর ও কণ্ঠে প্রকাশিত হলো ‘বঙ্গকন্যা’। গানটিতে প্রধানমন্ত্রীর গুণগান ও মিউজিক ভিডিওতে বাংলাদশের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরা হয়েছে।
‘বঙ্গকন্যা’ শিরোনামের গানটি সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘Banglar Gaan’ থেকে প্রকাশ করা হয়।
গানের বিষয়ে হারুন আহমেদ বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের দেশের গর্ব, আমাদের অহংকার। তার দেশ ও মানুষের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ প্রশংসার দাবি রাখে। তিনি বলেন, শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই তার কিছু গুণের কথা ও চিত্র এই গানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি।
হারুন বলেন, গানটির কথা, সুর ও কণ্ঠ আমি নিজেই দিয়েছি। জানি না কতোটুকু ভালো করতে পেরেছি, তবে আমি শুধু চেষ্টা করেছি। বাকিটা শ্রোতা ও দর্শকদের বিবেচনায় থাকলো।
হারুন আহমেদ আরো বলেন, ‘বঙ্গকন্যা’র পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে নিয়ে আমার আরেকটি গান আসছে। আশা করি গানটি দর্শক ও শ্রোতাদের অনেক ভালো লাগবে।