৬ বছরের শিশুকে ৬০ বছরের বৃদ্ধের ধর্ষণের চেষ্টা!
- আপডেট সময় : ১১:০০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯ ১২৩ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের রেল বস্তিতে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার রাতে ওই শিশুর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
মামলায় শফিকুল ইসলাম নামে ৬০ বছরের এক বৃদ্ধকে আসামি করা হয়েছে। তিনি রেলবাগান বস্তির মৃত সুলতান আলীর ছেলে। বর্তমানে পলাতক আছেন।
নবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় শফিকুল নামে এক বৃদ্ধ শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে একটি ঘরে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। এতে শিশুটির যৌনাঙ্গে ক্ষতের সৃষ্টি হয়েছে।
তিনি আরও জানান, পরে শিশুটি এই ঘটনা তার মাকে জানালে তিনি বাদী হয়ে রাতেই সদর মডেল থানায় শফিকুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা করেন। শিশুটিকে রাতেই জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত শফিকুল পলাতক আছেন।
চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইউনুস নবী জানান, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে।