ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা আমাদের অঙ্গীকারঃ ড. তৌফিক রহমান চৌধুরী  Logo মেট্রোপলিটন ইউনিভার্সিটির নতুন বাসের উদ্বোধন Logo মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য: ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক Logo মঙ্গল শোভাযাত্রা – তাসফিয়া ফারহানা ঐশী Logo সাস্টিয়ান ব্রাহ্মণবাড়িয়া এর ইফতার মাহফিল সম্পন্ন Logo কুবির চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার ও পূর্নমিলনী Logo অধ্যাপক জহীর উদ্দিন আহমেদের মায়ের মৃত্যুতে শাবির মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ পরিষদের শোক প্রকাশ Logo শাবির অধ্যাপক জহীর উদ্দিনের মায়ের মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ Logo বিশ কোটিতে গণপূর্তের প্রধান হওয়ার মিশনে ‘ছাত্রদল ক্যাডার প্রকৌশলী’! Logo দূর্নীতির রাক্ষস ফায়ার সার্ভিসের এডি আনোয়ার!




বরিশাল মেডিকেল কলেজের পিসিআর ল্যাব ফের বন্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১ ৭৭ বার পড়া হয়েছে

বরিশাল ব্যুরো;

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) করোনাভাইরাস পরীক্ষার আরটি-পিসিআর ল্যাবে ফের ত্রুটি দেখা দিয়েছে। ফলে এ ল্যাবে করোনা পরীক্ষা কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে।

ফলে ২৮ দিনের ব্যবধানে দ্বিতীয়বার বন্ধ হল এ ল্যাব। শুক্রবার রাত ৯টার দিকে কারিগরি ত্রুটি দেখা গেলে ল্যাবের কার্যক্রম বন্ধ ঘোষণা করে শেবাচিম কর্তৃপক্ষ।

এর আগে গত ৩ ডিসেম্বর পিসিআর ল্যাবটি অচল হয়ে গিয়েছিল। ওই সময় প্রায় ১ সপ্তাহ করোনা পরীক্ষা বন্ধ ছিল।

বিভাগীয় শহর বরিশালে একমাত্র পিসিআর ল্যাবে ত্রুটি দেখা দেয়ায় আটকে গেছে সংগ্রহকৃত ৩৮৯টি করোনার নমুনা পরীক্ষা। এর মধ্যে বিদেশগামী ৩০ জনের নমুনাও রয়েছে।

শুক্রবার রাত ৯টায় পিসিআর ল্যাবপ্রধান মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. একেএম আকবার কবীর একটি চিঠি পাঠান কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এসএম সরওয়ারের কাছে।

কারিগরি ত্রুটির কথা জানিয়ে চিঠিতে বলা হয়- ১ জানুয়ারি পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষার প্রস্তুতি চলছিল। নমুনা বিশ্লেষণের সময় অস্বাভাবিক রিডিং দেখা যায়। তাই সাময়িক সময়ের জন্য ল্যাবটি বন্ধ করে দেয়া হয়েছে।

ডা. একেএম আকবার কবীর জানান, জমা থাকা নমুনা বিভাগীয় পরিচালকের মাধ্যমে ঢাকায় পাঠানো হবে। বিদেশগামীদের নমুনার বিষয়ে জরুরি পদক্ষেপ নেয়া হচ্ছে। হঠাৎ করে শেরেবাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবটি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন দক্ষিণাঞ্চলের মানুষ। বিভাগের মধ্যে ভোলায় আরেকটি পিসিআর ল্যাব স্থাপন করা হলেও সেখানে দিনে একশ’র বেশি নমুনা পরীক্ষা করা সম্ভব নয় বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




বরিশাল মেডিকেল কলেজের পিসিআর ল্যাব ফের বন্ধ

আপডেট সময় : ১১:১৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১

বরিশাল ব্যুরো;

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) করোনাভাইরাস পরীক্ষার আরটি-পিসিআর ল্যাবে ফের ত্রুটি দেখা দিয়েছে। ফলে এ ল্যাবে করোনা পরীক্ষা কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে।

ফলে ২৮ দিনের ব্যবধানে দ্বিতীয়বার বন্ধ হল এ ল্যাব। শুক্রবার রাত ৯টার দিকে কারিগরি ত্রুটি দেখা গেলে ল্যাবের কার্যক্রম বন্ধ ঘোষণা করে শেবাচিম কর্তৃপক্ষ।

এর আগে গত ৩ ডিসেম্বর পিসিআর ল্যাবটি অচল হয়ে গিয়েছিল। ওই সময় প্রায় ১ সপ্তাহ করোনা পরীক্ষা বন্ধ ছিল।

বিভাগীয় শহর বরিশালে একমাত্র পিসিআর ল্যাবে ত্রুটি দেখা দেয়ায় আটকে গেছে সংগ্রহকৃত ৩৮৯টি করোনার নমুনা পরীক্ষা। এর মধ্যে বিদেশগামী ৩০ জনের নমুনাও রয়েছে।

শুক্রবার রাত ৯টায় পিসিআর ল্যাবপ্রধান মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. একেএম আকবার কবীর একটি চিঠি পাঠান কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এসএম সরওয়ারের কাছে।

কারিগরি ত্রুটির কথা জানিয়ে চিঠিতে বলা হয়- ১ জানুয়ারি পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষার প্রস্তুতি চলছিল। নমুনা বিশ্লেষণের সময় অস্বাভাবিক রিডিং দেখা যায়। তাই সাময়িক সময়ের জন্য ল্যাবটি বন্ধ করে দেয়া হয়েছে।

ডা. একেএম আকবার কবীর জানান, জমা থাকা নমুনা বিভাগীয় পরিচালকের মাধ্যমে ঢাকায় পাঠানো হবে। বিদেশগামীদের নমুনার বিষয়ে জরুরি পদক্ষেপ নেয়া হচ্ছে। হঠাৎ করে শেরেবাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবটি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন দক্ষিণাঞ্চলের মানুষ। বিভাগের মধ্যে ভোলায় আরেকটি পিসিআর ল্যাব স্থাপন করা হলেও সেখানে দিনে একশ’র বেশি নমুনা পরীক্ষা করা সম্ভব নয় বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার।