ঢাকা ১১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা আমাদের অঙ্গীকারঃ ড. তৌফিক রহমান চৌধুরী  Logo মেট্রোপলিটন ইউনিভার্সিটির নতুন বাসের উদ্বোধন Logo মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য: ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক Logo মঙ্গল শোভাযাত্রা – তাসফিয়া ফারহানা ঐশী Logo সাস্টিয়ান ব্রাহ্মণবাড়িয়া এর ইফতার মাহফিল সম্পন্ন Logo কুবির চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার ও পূর্নমিলনী Logo অধ্যাপক জহীর উদ্দিন আহমেদের মায়ের মৃত্যুতে শাবির মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ পরিষদের শোক প্রকাশ Logo শাবির অধ্যাপক জহীর উদ্দিনের মায়ের মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ Logo বিশ কোটিতে গণপূর্তের প্রধান হওয়ার মিশনে ‘ছাত্রদল ক্যাডার প্রকৌশলী’! Logo দূর্নীতির রাক্ষস ফায়ার সার্ভিসের এডি আনোয়ার!




সুন্দরী‘র ফাঁদে নিঃস্ব নাজমুল!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯ ১২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজধানীর তেজগাঁও থানা এলাকার সুন্দরী রমনী শান্তা ইসলাম মৌ তার প্রেমের ফাঁদে বন্দি করে ব্যবসায়ী নাজমুল হাসান রেমনের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে তাকে সর্বশান্ত করে দিয়েছে। মোটা অংকে টাকা হাতিয়ে নিয়েই ক্ষান্ত হয়নি প্রতারক শান্তা। বরং সে নাজমুলের নামে ৪টি নারী নির্যাতনের মামলা দিয়ে তাকে জেলখাটানো সহ ১শ মাইল দৌড়ের উপরে রেখেছে। আদালতে হাজিরা দিতে দিতে নাজমুলের অবস্থা নাকাল। আর ছেলের জন্য চোখের জলে আদালতের বারান্দা ভিজাচ্ছে নাজমুলের বৃদ্ধামাতা নাজমা হাসান।

ঘটনার বিবরনে জানা গেছে, রাজধানীর দারুস সালাম থানাধীন কল্যানপুর এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী নাজমুল হাসান রেমনের সাথে ২০ জানুয়ারী-২০১৯ তারিখে পরিচয় হয় তেজগাঁও থানাধীন তেজকুনী পাড়ার ১৬৩/৩ নং বাসার ভাড়াাটিয়া শান্তা ইসলাম মৌ এর সাথে। পরিচয়ের সুবাদে শান্তা ধীরে ধীরে নাজমুলের সাথে গভীর সখ্যতা গড়ে তুলে। শান্তা একপর্যায়ে সাংসারিক অসুবিধার কারন দেখিয়ে নাজমুলের নিকট থেকে ৫ লাখ টাকা ধার নেয় এবং নির্ধারিত সময়ের মধ্যে ফেরত দেয়ার ওয়াদা করে।

কিন্তু এক সময়ে নাজমুল টাকা ফেরত চাইলে শান্তা টাকা ফেরত দিতে নানা রকম টালবাহানা দেখাতে থাকে এবং বন্ধত্বের সম্পর্ক আরো গভীর করা চেষ্টা করে। নাজমুল সরল বিশ্বাসে শান্তার সাথে সম্পর্ক বজায় রাখে। নাজমুল গত ২১/০৪/২০১৯ তারিখে শান্তার আমন্ত্রনে টাকা আনার জন্য তার বাসায় গেলে সে তাকে যথাসাধ্য আপ্যায়ন করে এবং নাজমুলকে শান্তা প্রস্তাব দেয় তাকে বিয়ে করার জন্য। এসময় শান্তা নাজমুলকে বলে তার স্বামী মারা গেছে। তাকে বিয়ে করে দুজনে সুখের সংসার গড়বে।

নাজমুল শান্তার কথা বিশ্বাস করে তার সাথে সম্পর্ক বজায় রাখে। গত ১৬/০৫/২০১৯ তারিখে শান্তা নাজমুলকে খবর দেয় সে দারুস সালাম রোডের টেকনিক্যাল মোড়ে এক্সিডেন্ট করে অসুস্থ্য হয়ে বাসায় আছে। তাকে দেখার জন্য বাসায় আসে। নাজমুল শান্তার কথামতো তাকে দেখার জন্য তার বাসায় যায়। বাসায় গিয়ে নাজমুল দেখতে পায় শান্তা সুস্থ্য আছে, সে মিথ্যা কথা বলেছে। শান্তা পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার বড় বোন মনি বেগব, মনির স্বামী কামাল, ছোট বোন পুতুল এবং তার ভাই খোকন সহ ৪/৫ লোকজন নিয়ে অবস্থান করছে।

এসময় শান্তা নাজমুলকে ঘরের মধ্যে বন্দি করে তাকে ঐ দিনই বিয়ে করা করার কথা বলে। এতে নাজমুল রাজি না হইলে শান্তারা সবাই মিলে তাকে একটি রুমের মধ্যে বন্দি করে বাইরে দিয়ে তালা মেরে তেজগাঁও থানা পুলিশকে খবর দিয়ে বাড়ী এনে তাকে পুলিশের কাছে সোপর্দ করে শ্লীলতাহানীর একটি মামলা দায়ের করে। মামলা নং-৩০(০৫)১৯। ঐ মামলায় নাজমুর দীর্ঘ দিন জেল খেটে জামিনে মুক্তি পায়। জেলে থাকা অবস্থায় শান্তা নাজমুলের সাথে দেখা বলেন, তাহাকে বিবাহ না করিলে এবং চুক্তিপত্রে স্বাক্ষর না করিলে তাকে মামলা থেকে মুক্ত করা হবে না।

সুত্র জানায়, শান্তা নাজমুলের মতো বিভিন্ন পুরুষদের প্রেমের ফাঁদে ফেলে মোট অংকের টাকা হাতিয়ে নেয়। সে তেজগাঁও থানার সাবেক ওসি মাজাহারুলের শেল্টারে থেকে একাধিক পুরুষের নামে অন্তত অর্ধডজন মামলা করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। এবিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে। বিস্তারিত আসছে পরবর্তী সংখ্যায়। চলবে..

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




সুন্দরী‘র ফাঁদে নিঃস্ব নাজমুল!

আপডেট সময় : ১২:০৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯

স্টাফ রিপোর্টার: রাজধানীর তেজগাঁও থানা এলাকার সুন্দরী রমনী শান্তা ইসলাম মৌ তার প্রেমের ফাঁদে বন্দি করে ব্যবসায়ী নাজমুল হাসান রেমনের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে তাকে সর্বশান্ত করে দিয়েছে। মোটা অংকে টাকা হাতিয়ে নিয়েই ক্ষান্ত হয়নি প্রতারক শান্তা। বরং সে নাজমুলের নামে ৪টি নারী নির্যাতনের মামলা দিয়ে তাকে জেলখাটানো সহ ১শ মাইল দৌড়ের উপরে রেখেছে। আদালতে হাজিরা দিতে দিতে নাজমুলের অবস্থা নাকাল। আর ছেলের জন্য চোখের জলে আদালতের বারান্দা ভিজাচ্ছে নাজমুলের বৃদ্ধামাতা নাজমা হাসান।

ঘটনার বিবরনে জানা গেছে, রাজধানীর দারুস সালাম থানাধীন কল্যানপুর এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী নাজমুল হাসান রেমনের সাথে ২০ জানুয়ারী-২০১৯ তারিখে পরিচয় হয় তেজগাঁও থানাধীন তেজকুনী পাড়ার ১৬৩/৩ নং বাসার ভাড়াাটিয়া শান্তা ইসলাম মৌ এর সাথে। পরিচয়ের সুবাদে শান্তা ধীরে ধীরে নাজমুলের সাথে গভীর সখ্যতা গড়ে তুলে। শান্তা একপর্যায়ে সাংসারিক অসুবিধার কারন দেখিয়ে নাজমুলের নিকট থেকে ৫ লাখ টাকা ধার নেয় এবং নির্ধারিত সময়ের মধ্যে ফেরত দেয়ার ওয়াদা করে।

কিন্তু এক সময়ে নাজমুল টাকা ফেরত চাইলে শান্তা টাকা ফেরত দিতে নানা রকম টালবাহানা দেখাতে থাকে এবং বন্ধত্বের সম্পর্ক আরো গভীর করা চেষ্টা করে। নাজমুল সরল বিশ্বাসে শান্তার সাথে সম্পর্ক বজায় রাখে। নাজমুল গত ২১/০৪/২০১৯ তারিখে শান্তার আমন্ত্রনে টাকা আনার জন্য তার বাসায় গেলে সে তাকে যথাসাধ্য আপ্যায়ন করে এবং নাজমুলকে শান্তা প্রস্তাব দেয় তাকে বিয়ে করার জন্য। এসময় শান্তা নাজমুলকে বলে তার স্বামী মারা গেছে। তাকে বিয়ে করে দুজনে সুখের সংসার গড়বে।

নাজমুল শান্তার কথা বিশ্বাস করে তার সাথে সম্পর্ক বজায় রাখে। গত ১৬/০৫/২০১৯ তারিখে শান্তা নাজমুলকে খবর দেয় সে দারুস সালাম রোডের টেকনিক্যাল মোড়ে এক্সিডেন্ট করে অসুস্থ্য হয়ে বাসায় আছে। তাকে দেখার জন্য বাসায় আসে। নাজমুল শান্তার কথামতো তাকে দেখার জন্য তার বাসায় যায়। বাসায় গিয়ে নাজমুল দেখতে পায় শান্তা সুস্থ্য আছে, সে মিথ্যা কথা বলেছে। শান্তা পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার বড় বোন মনি বেগব, মনির স্বামী কামাল, ছোট বোন পুতুল এবং তার ভাই খোকন সহ ৪/৫ লোকজন নিয়ে অবস্থান করছে।

এসময় শান্তা নাজমুলকে ঘরের মধ্যে বন্দি করে তাকে ঐ দিনই বিয়ে করা করার কথা বলে। এতে নাজমুল রাজি না হইলে শান্তারা সবাই মিলে তাকে একটি রুমের মধ্যে বন্দি করে বাইরে দিয়ে তালা মেরে তেজগাঁও থানা পুলিশকে খবর দিয়ে বাড়ী এনে তাকে পুলিশের কাছে সোপর্দ করে শ্লীলতাহানীর একটি মামলা দায়ের করে। মামলা নং-৩০(০৫)১৯। ঐ মামলায় নাজমুর দীর্ঘ দিন জেল খেটে জামিনে মুক্তি পায়। জেলে থাকা অবস্থায় শান্তা নাজমুলের সাথে দেখা বলেন, তাহাকে বিবাহ না করিলে এবং চুক্তিপত্রে স্বাক্ষর না করিলে তাকে মামলা থেকে মুক্ত করা হবে না।

সুত্র জানায়, শান্তা নাজমুলের মতো বিভিন্ন পুরুষদের প্রেমের ফাঁদে ফেলে মোট অংকের টাকা হাতিয়ে নেয়। সে তেজগাঁও থানার সাবেক ওসি মাজাহারুলের শেল্টারে থেকে একাধিক পুরুষের নামে অন্তত অর্ধডজন মামলা করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। এবিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে। বিস্তারিত আসছে পরবর্তী সংখ্যায়। চলবে..