আ’লীগ নেতা হত্যার ঘটনায় আটক
- আপডেট সময় : ০৯:৩০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯ ৭৪ বার পড়া হয়েছে
বান্দরবানে সাবেক পৌর কমিশনার ও পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি চথোয়াই মং মার্মার হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার সন্দেহে জেএসএস এর কেন্দ্রীয় নেতাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, জনসংহতি সমিতি (জেএসএস)’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা, জেলা শাখার সাধারণ সম্পাদক ও রোয়াংছড়ি উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ক্যাবা মং মার্মা, মৌজা হেডম্যান থোয়াইহ্লাপ্রু মারমা ও জডার্ন পাড়ার কারবারী মংহ্লাপ্রু ত্রিপুরা।
শনিবার (২৫ মে) বান্দরবানের বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করা হয়।
এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, অপহরণের তিনদিন পর বান্দরবান পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি চথোয়াই মং মারমার লাশ আজ শনিবার দুপুরে কুহালং ইউনিয়নের জর্ডান পাড়া থেকে উদ্ধার করেছে পুলিশ।
গত ২২ মে বুধবার রাত সাড়ে নয়টার দিকে চথোয়াইমং মারমাকে উজি হেডম্যান পাড়ার খামার বাড়ি থেকে অস্ত্রের মুখে পাহাড়ী সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়।