সংবাদ শিরোনাম :
কারাগারের কারারক্ষী ইয়াবাসহ গ্রেফতার

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৪০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯ ১৩০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার;
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মাসুদ রানাকে একশ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার রাত ১২টার দিকে মহানগর গোয়েন্দা শাখার একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আটক কারারক্ষী রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কর্মরত আছেন। তার বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলায়।
এ তথ্য নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার একরামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মহানগরীর বন্ধগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছেন। তাকে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।