সংবাদ শিরোনাম :
দুর্নীতির পাহাড় গড়া রফিকুল ইসলাম চৌধুরী: সম্পদ নিয়ে বিস্তর প্রশ্ন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:০২:৪০ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ ৮৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিগত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় রাজনীতি ও প্রশাসনে ঘনিষ্ঠ দুর্নীতিবাজদের মধ্যে অন্যতম ছিলেন মতিউর রহমান। তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত রফিকুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধেও পাহাড়সমান দুর্নীতির অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, অনৈতিক ও অবৈধ উপায়ে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন। যার মধ্যে উল্লেখযোগ্য—
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বহুতল ভবন সহ নিজ এলাকায় বেশ কয়েকটি দাগে জমি।
অভিযোগ রয়েছে, রফিকুল ইসলাম চৌধুরী এসব সম্পদ অর্জন করেছেন অবৈধ লেনদেন, প্রভাব খাটানো ও ক্ষমতাসীনদের ছত্রচ্ছায়ায়।
তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের তথ্য-উপাত্ত সংগ্রহ করে ইতিমধ্যেই বিভিন্ন গণমাধ্যম প্রস্তুতি নিচ্ছে সংবাদ প্রচারের। তবে সাংবাদিকদের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগের বিষয়ে রফিকুল ইসলাম চৌধুরীর বক্তব্য এখনো পাওয়া যায়নি।













