বীর মুক্তিযোদ্ধা মরহুম কাজী নেছার উদ্দিনকে বিসিজি মিলানের রাষ্ট্রীয় সম্মাননা

- আপডেট সময় : ১০:২৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮ ২০৩ বার পড়া হয়েছে

তুহিন মাহামুদ( ইউরোপ ব্যুরো):- ১৯ নভেম্বর বিকাল ৩ টায় বীর মুক্তিযোদ্ধা মরহুম কাজী নেছার উদ্দিনকে রাষ্ট্রীয় সম্মান জানালো বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল মিলান। মিলানস্হ লুইজি সাক্কাো হাসপাতাল প্রাঙ্গনে।মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোআা পরিচালনা করেন মিলান কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান খতিব হাফিজ মাওলানা জোনাইদ সোবহান।
সরকারের পক্ষে রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পতাকার মাধ্যমে মৃত্যু দেহাবৃত এবং ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন মিলান কন্স্যুলেট জেনারেল ইকবাল আহমেদ।
এ সময় উপস্হিত ছিলেন কনসাল রফিকুল করিম সহ বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ।তন্মধ্যে মিলান বাঙলা প্রেস ক্লাব ইতালির সভাপতি রিয়াজুল ইসলাম কাওছার, মিলান বাঙলা প্রেস ক্লাব ইতালির উপদেষ্টা তুহিন মাহামুদ।লোম্বারদিয়া আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ:মান্নান মালিথা, সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান, যুগ্নসম্পাদক জামিল আহমেদ, মাদারীপুর জেলা কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেন মোল্লা।বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির আহবায়ক হাজী শাহআলম,আতাউর রহমান মন্টু,বিশিষ্ট ব্যবসায়ী মোর্শেদ,ব্যবসায়ী মঈন উদ্দিন সহ আরও অনেকে।
উল্লেখ্য যে,গত ১৪ নভেম্বর ২০১৮ দিবাগত রাত ২ টায় হৃদ ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন। মৃত্যুর কালে তাঁর বয়স হয়েছিল ৬৭বছর।তাঁর মৃত্যুতে ইতালির বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া বিরাজ করছে। তিনি স্ত্রী ও দুই কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুদেহ আগামি মঙ্গলবার তুরকিস ইয়ার লাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশে প্রেরণের কথা রয়েছে। এবং তাকে গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সাহেবরামপুর গ্রামের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বলে জানিয়েছেন মিলান লোম্বার্দিয়া আওয়ামী লীগ নেতা নাজমুল কবির জামান এবং আকরাম হোসেন।
গত ১৮ নভেম্বর মরহুমের প্রথম জানাজা নামাজ সম্পন্ন হয়েছে মিলানের সাক্কো হাসপাতালের একটি কক্ষে।জানাজা নামাজে অংশ নিয়েছেন মিলান বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ সহ ভারেজ, গাল্লারাতের নেতৃবৃন্দ।