হারিয়ে গেল পদ্মা ব্যাংকার নাম
- আপডেট সময় : ১১:৫২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪ ১৮৪ বার পড়া হয়েছে
সকালের সংবাদ ডেস্ক: মুছে গেল বেসরকারি খাতে পরিচালিত পদ্মা ব্যাংকার নাম। সোমবার (১৮ মার্চ) সকালে রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকে চুক্তির মধ্যদিয়ে এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হল।
এর আগে ২০১৩ সালে ফারমার্স নামে অনুমোদন পেয়েছিল ব্যাংকটি। ওই সময় এর চেয়ারম্যান ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। অল্প সময়ের মধ্যে অনিয়মে ডুবতে থাকায় ম খা আলমগীরকে সরিয়ে দিয়ে মালিকানায় আসেন ব্যবসায়ী নাফিজ সরাফাত।
২০১৯ সালে নাম পরিবর্তন করে ফারমার্স ব্যাংক হয়ে যায় পদ্মা ব্যাংক। ব্যাংকটি ৭১৫ কোটি টাকা তহবিল পায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। তবু দাঁড় করানো যায়নি পদ্মা ব্যাংককে।
সমঝোতা স্মারক সই শেষে এক সংবাদ সম্মেলনে বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, ব্যাংক দুটি আজকে একীভূত হয়েছে। পদ্মা ব্যাংকে কর্মরত কর্মকর্তাদের ভয়ের কিছু নেই। কারো চাকরি হারাবে না।
পদ্মা ব্যাংকের কোনো গ্রাহকের কোনো ক্ষতি হবে না জানিয়ে নজরুল ইসলাম বলেন, ব্যাংকিং কার্যক্রম আগের মতোই চলবে। দুটি ব্যাংক একত্রিত হওয়ার মধ্য দিয়ে ব্যাংকিং কার্যক্রম আরও শক্তিশালী হবে।