মামলায় জর্জরিত কুলাউড়ার ছাত্রদল নেতা মিতুল পালিয়ে আছেন প্রবাসে
- আপডেট সময় : ০৬:০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪ ২২৭ বার পড়া হয়েছে
মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কুলাউড়ার ছাত্রদল নেতা আখলাকুর রহমান মিতুলের এর উপর রাষ্ট্র বাদী হয়ে গত ১৫/০৮/২০২১ একটি মামলা দায়ের করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আসামী Akhlakur Rahman Mithul নামক আইডি দিয়ে রাষ্ট্র বিরুদী বিভিন্ন কার্যক্রম পরিচালনা, পোস্ট ও শেয়ার করে সাধারণ জনগণকে বিভ্রান্ত করে আসছে বলে কুলাউড়া যুবলীগ নেতা মো: জুনেদ আহমেদ এর সংবাদ ও অভিযোগের ভিত্তিতে রাষ্ট্র বাদী হয়ে তার নামে এই মামলা হয়।
মামলা সুত্রে জানা যায় আসামী আখলাকুর রহমান মিতুল অত্যন্ত উশৃঙ্খল, সন্ত্রাসী, চাঁদাবাজ ও রাষ্ট্রদ্রোহী ও বিকৃত ধরণের লোক। তার ব্যবহৃত ফেইসবুক আইডি দিয়ে বাংলাদেশ সরকার, সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা,ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের সাধীণতা, সার্বভৌমত্ব, ইত্যাদি নিয়ে করুচিপূর্ণ ও আপত্তিকর এবং বিভ্রান্তিকর লেখালেখি নিজের আইডিতে পোস্ট ও শেয়ার করে প্রচার করে। যার কারণে অভিযোগ কারী অভিযোগ করলে সত্যতার ভিত্তিতে রাষ্ট্র বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে আরজিতে উল্লেখ করেন।
মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ দাউদ হাসান এর উপস্থিতি থেকে কুলাউড়া থানার এস আই নিরস্ত্র এনায়াত কবির চৌধুরীকে তদন্ত প্রতিবেদন এর নির্দেশ দেন।
মৌলভিবাজার জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট আবেদ রাজা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মিতুলের উপর মামলার বিষয়ে কুলাউড়া উপজেলার ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ টিপু, কে জিজ্ঞেস করলে তিনি জানান মিতুল একজন একনিষ্ঠ নেতা, সে দেশে থাকতে আওয়ামী লীগের সমর্থকদের নানা অত্যচারের ছিলো, এখন দেশের বাহিরেগিয়েও মিথ্যা মামলায় জর্জরিত হয়ে পালিয়ে বেড়াচ্ছে, এতে সে ও তার পরিবার সামাজিক ও মানসিকভাবে বিপর্যস্ত। আমি এহেন কাজের তীব্র প্রতিবাদ জানাই।