শাবিপ্রবি উপাচার্যের শাশুড়ির মৃত্যুতে প্রো-ভিসির শোক প্রকাশ
- আপডেট সময় : ১০:৫০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪ ২২১ বার পড়া হয়েছে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের শাশুড়ি চট্টগ্রামে নিজ বাসগৃহে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার(৮ জানুয়ারি) বিকেল সাড়ে চারটায় এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার।
মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল প্রায় ৮৩ বছর। তিনি কিছুদিন থেকে বার্ধক্যজনীত জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৮ সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমাকে ব্রাহ্মণবাড়িয়ায় নিজ গ্রামে স্বামীর কবরের পাশে সমাহীত করা হবে।
মরহুমার মৃত্যুতে শোকবিবৃতি প্রদান করেন প্রো-ভিসি অধ্যাপক ড. মোঃ কবির হোসেন।
এক শোক বিবৃতিতে তিনি বলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ-এর শাশুড়ি আমেনা বেগম আজ ৮ জানুয়ারি, ২০২৪ তারিখ বেলা ২:৩০ মিনিটে চট্টগ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৩ বছর।
তাঁর মৃত্যুতে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন শাবিপ্রবি পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্য ও শুভানুধ্যায়ীর প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।