দূর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের বাঁচাতে রাজউক কর্তৃপক্ষের সুরক্ষা কবজ!
- আপডেট সময় : ১২:১৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ ৩৫৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সাম্প্রতিক সময় দুর্নীতির ভয়াবহ চিত্র ফুটে উঠেছে দেশের সংবাদ মাধ্যমগুলোতে। আশ্চর্যের কথা হচ্ছে এসব দুর্নীতির সংবাদ বিষয়ে রাজউকের পক্ষ থেকে কোন প্রকার ব্যবস্থা গ্রহণ না করে উল্টো দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের সুরক্ষার জন্য কৌশল অবলম্বন শিখিয়ে দিয়েছেন কর্তৃপক্ষ।
সম্প্রতি রাজউকের দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে দেশের সংবাদ মাধ্যম ফলাও করে বেশ কিছু সংবাদ প্রচার হয়েছে। দুর্নীতি দমন কমিশনেও অসংখ্য কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির চিত্র ফুটিয়ে অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগ সূত্রে জানা গেছে অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে শত শত কোটি টাকার সম্পদ রয়েছে। অবাক করার বিষয় এ সকল কোন অভিযোগ অথবা সংবাদ প্রচারের বিষয়বস্তু নিয়ে রাজউকের কর্তৃপক্ষ খতিয়ে না দেখে কোন প্রকার ব্যবস্থা গ্রহণ না করে উল্টো তাদেরকে সংবাদ মাধ্যমের ব্যক্তিগত অপরাধের বিষয়ে সাংবাদিকদের কে বক্তব্য না দিতে নির্দেশ দিয়েছেন একটি গোপন মিটিংয়ে। সাংবাদিকরা দুর্নীতি দমন কমিশনের অভিযোগের বিষয় অভিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের বক্তব্য জানার চেষ্টা করলে গণমাধ্যমকে জানিয়েছেন দুদুকে অভিযোগ হয়েছে এমন একাধিক কর্মকর্তা-কর্মচারী।
রোববার দুপুরের দিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের কনফারেন্স রুমে কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে একটি গোপন মিটিং অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। উক্ত অনুষ্ঠানে কর্তৃপক্ষ প্রজ্ঞাপন জারি করে সংবাদ মাধ্যমের সাথে কথা না বলতে আদেশ দিয়েছেন বলে জানা গেছে। তবে সংবাদ লেখার সময় পর্যন্ত এমন কোন আদেশ বা প্রজ্ঞাপন তাদের ওয়েবসাইটে পাওয়া যায়নি।
এমন সিদ্ধান্তের বিষয়ে রাজউকের সাবেক বেশ কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলেন প্রতিবেদক। নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, দুর্নীতি অনিয়ম ঠেকাতে এমন আদেশ প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বরং দুর্নীতিকে আরো প্রশ্রয় দিবে বলে মনে হচ্ছে।
এ বিষয়ে কথা বলতে রাজউক চেয়ারম্যানের ওয়েব সাইটে দেওয়া নাম্বারে চেষ্টা করে হলেও তিনি ফোন রিসিভ করেননি।