বিদেশি পিস্তলসহ ওয়ারী থেকে পিস্তলসহ গ্রেপ্তার ১

- আপডেট সময় : ০৫:৪১:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩ ৫৩ বার পড়া হয়েছে

রাজধানীর ওয়ারী এলাকা থেকে বিদেশি পিস্তলসহ কাজী মাইদুল ইসলাম ওরফে তায়েফ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। এসময় তার কাছ থেকে দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড অ্যামুনেশন জব্দ করা হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত করিম।
তিনি জানান, তাকে ওয়ারীর বাবলী রোজ গার্ডেন এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা অস্ত্র, গুলিসহ ৩ হাজার টাকা জব্দ করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তি একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। তিনি দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকাসহ আশপাশের বিবিন্ন এলাকায় সুবিধামত স্থানে বিভিন্ন লোকজনদের বিদেশি পিস্তলের ভয় দেখিয়ে মাদক কারবার, চাঁদাবাজি ও ছিনতাই করে আসছিল। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে।