সংবাদ শিরোনাম :
গৌরীপুরে স্বজন সমাবেশের সহসভাপতি ডা. একেএম মাহফুজুল হকের জন্মদিন উদযাপন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:২৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী ২০১৯ ১২৩ বার পড়া হয়েছে
সকালের সংবাদ ডেস্ক : ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের সহসভাপতি ও স্বজন মেডিকেল টিম প্রধান ডা. একেএম মাহফুজুল হকের জন্মদিন উপলক্ষে বুধবার (৬ ফেব্রুয়ারি/১৯) আলোচনা সভা, কেককাটা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
স্বজন সমাবেশের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজনের জন্য সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডা. একেএম মাহফুজুল হক বলেন, স্বজন সমাবেশ একটি পরিবার। এ পরিবারের একজন স্বজন সদস্য হিসাবে আমি গর্বিত। সংগঠনের সভাপতি মো. এমদাদুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ ও পৌর স্বজনের সাধারণ সম্পাদক আল ইমরান মুক্তা সভা সঞ্চালনা করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুল ইসলাম মিন্টু, কিল্লা বোকাইনগর ফাযিল মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ ছায়ীদুল হক, সার্ডের ম্যানেজার আব্দুল বাছেদ, পপি’র সিনিয়র ব্যবস্থাপক মো. মোজাম্মেল হক, কলাবাগান সূর্য্যরে হাসি ক্লিনিকের ব্যবস্থাপক আব্দুল ওয়াহেদ, যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, গৌরীপুর মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মমতাজ বেগম, উপজেলা স্বজনের সহসভাপতি মো. মোশাররফ হোসেন সোহেল, মো. আব্দুল মালেক মাস্টার, যুগ্ম সম্পাদক মো. ফিরোজ মিয়া, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, পরিবেশ সম্পাদক মো. ইয়াহিয়া, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ মাজহার, বিজন সরকার, ব্যবসায়ী মো. সামছুল হক, স্বজন মো. শাহজাহান মিয়া, তাসাদদুল করিম, মো. মাফুজুর রহমান, মোস্তাফিজুর রহমান সাগর প্রমুখ।