আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৮:৪২:০৪ অপরাহ্ন, সোমবার, ৪ ফেব্রুয়ারী ২০১৯ ১৬৪ বার পড়া হয়েছে

সালাহ্উদ্দিন শুভ: মৌলভীবাজার শহরের সাইফুর রহমান স্টেডিয়াম মাঠে গত (২৮ জানুয়ারী২০১৯) সোমবার জেলা পর্যায়ে আন্ত প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সাতটি উপজেলায় অনুষ্ঠিত বিভিন্ন বিষয় ও ইভেন্টে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীরা অংশ নেয়।
এসময় মৌলভীবাজারের জেলার কমলগঞ্জ উপজেলার গোবর্ন্ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র শ্রেষ্ট সিংহ,পিতা,গৌরহরি সিংহ ও মাতা,বাণীদেবীর একমাত্র সন্তান। শ্রেষ্ট সিংহ মৌলভীবাজার জেলার নিত্য প্রতিযোগীতায় (খ) বিভাগ থেকে জেলার প্রথম স্হান অর্জন করে। এবং সে সিলেট বিভাগে অংশগ্রহনের সুযোগ পায়। প্রথম স্হান অর্জন করায় মৌলভীবাজার জেলা থেকে ক্রেষ্ট ও সনদ প্রধান করা হয়।
এসময় কমলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তরা তাকে ধন্যবাদ জানায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক(সার্বিক) আসরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মিছবাউর রহমান সংসদ সদস্য,মৌলভীবাজার ৩। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বায়েজিদ খাঁন। জেলা প্রশাসক(সার্বিক) আসরাফুর রহমান বলেন, শিক্ষার্থীরা প্রাথমিক অবস্থা থেকে ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতি ও খেলাধুলার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেলে, অনুশীলন ও চর্চা করলে, তারা শারীরিক ও মানসিকভাবে সত্য ও সুন্দরকে ধারণ করতে শিখবে। তাদের এই সুযোগ করে দেওয়া সবার মিলিত দায়িত্ব ও কর্তব্য।
এটা করতে পারলে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি ও ক্রীড়াচর্চার মাধ্যমে একটি ইতিবাচক সমাজ গঠনের সুযোগ পাবে। ফলে পরবর্তী সময়ে তারা নেতিবাচক বা ক্ষতিকারক কোনো কিছুর সঙ্গে জড়িত হবে না।
পরে বিভিন্ন ইভেন্ট ও বিষয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীকে পুরস্কার ও সনদ দেওয়া হয়।