ট্রাম্পের মেয়ের ব্যক্তিগত সহকারীও করোনায় আক্রান্ত
- আপডেট সময় : ০৭:৫৭:৪২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০ ৮২ বার পড়া হয়েছে
Mandatory Credit: Photo by Gustavo Garello/AP/Shutterstock (10402074g) Ivanka Trump, President Donald Trump's daughter and White House adviser, attends a meeting with Jujuy state Governor Gerardo Morales in Purmamarca, Argentina, . Ivanka Trump is on the second stop of her South America trip aimed at promoting women's empowerment Ivanka Trump, Purmamarca, Argentina - 05 Sep 2019
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের ব্যক্তিগত সহকারী করোনাভাইরাসে আক্রান্ত।
ট্রাম্পের ব্যক্তিগত পরিচারকের পর, এবার করোনায় আক্রান্ত হয়েছেন ইভাঙ্কা ট্রাম্পের ব্যক্তিগত সহকারী। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে হোয়াইট হাউসে।
যদিও সিএনএন বলছে, কয়েক সপ্তাহ ধরে ইভাঙ্কার সংস্পর্শে আসেননি ওই সহকারী। প্রায় দুই মাস ধরে টেলিকনফারেন্সে কাজ করে যাচ্ছেন। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তার করোনা পরীক্ষা করা হয় এবং পজিটিভ আসে।
এই খবর প্রকাশের পর শুক্রবার ইভাঙ্কা ও তার স্বামী জেরাড কুশনারের করোনা পরীক্ষা করা হয়েছে।
এদিকে, মাইক প্রেন্সের প্রেস সচিব কেটি মিলারের করোনা আক্রান্তের খবর জানিয়েছেন ট্রাম্প নিজেই। কেটি ট্রাম্পের এক উপদেষ্টা স্টিফেন মিলারের স্ত্রী। তবে ট্রাম্প ও মাইক পেন্স কেউই সম্প্রতি কেটির সংস্পর্শে আসেননি বলে দাবি করেছে হোয়াইট হাউজ।
মাত্র একদিন আগেই ট্রাম্পের একজন ব্যক্তিগত কর্মীর আক্রান্ত হওয়ার খবর প্রকাশ হয়। এ কারণে প্রতিদিন ট্রাম্প ও পেন্সের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এদিকে, পরপর দুইজন করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশের পর হোয়াইট হাউজে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকেই।