সংবাদ শিরোনাম :
১১ই জুন বাজেট উপস্থাপন করা হবে : অর্থমন্ত্রী
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:০০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০ ১০৪ বার পড়া হয়েছে
সকালের সংবাদ ডেস্ক : ১১ই জুন ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
নতুন অর্থ বছরের বাজেট উপস্থাপন করা হবে ১১ই জুন। এ বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, করোনার কারণে বাজেট উপস্থাপনে দেরি হবে না, সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়েই বাজেট ঘোষণা হবে। এরই মধ্যে বাজেট উপস্থাপনের প্রস্তুতিও নিয়েছে অর্থমন্ত্রণালয়।
বাজেট উপস্থাপনের আগে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২০-২১ অর্থবছরের বাজেট অনুমোদন দেয়া হবে।
এদিকে, করোনার কারণে অর্থনীতিবিদ, ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের কাছে বাজেট নিয়ে মতবিনিময়ের সুযোগ না থাকায় অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জনগণকে মতামত জানানোর আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী।