সংবাদ শিরোনাম :
দীঘিনালায় গুলিতে ২ ইউপিডিএফ কর্মী নিহত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:১৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০ ৯৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক;
খাগড়াছড়ির দীঘিনালার মধ্যবানছড়ায় প্রতিপক্ষের গুলিতে ২ জন ইউপিডিএফ কর্মী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন, ইউপিডিএফ প্রসীত গ্রুপের সদস্য বাবু চাকমা ও গ্রামবাসী বাঙ্গাল্যা চাকমা। খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহ উদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় তিনি গণমাধ্যমকে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারে কাজ করছে। ইউপিডিএফ প্রসীত গ্রুপের সংগঠক অংগ্য মারমা জানান, দীঘিনালা বাবুছড়ায় সাংগঠনিক কাজে অবস্থানকারীদের ওপর হামলা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষরা এ হামলা করতে পারে।