গাজীপুরে নতুন করে করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ৩২৮
- আপডেট সময় : ১০:৫০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০ ৯০ বার পড়া হয়েছে
গাজীপুর প্রতিনিধি;
দেশে গতকাল সোমবার (২৭ এপ্রিল) ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫২ জন। এছাড়া সেই ২৪ ঘণ্টায় ৪৯৭ জন নতুন করে আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৯১৩ জন। স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সোমবার এসব তথ্য তুলে ধরা হয়। এদিকে গাজীপুর জেলায় নতুন করে ৩ জন আক্রান্ত হয়েছে। ফলে গাজীপুরে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিকসহ মোট ৩২৮ জন করোনায় আক্রান্ত। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে গাজীপুর সিভিল সার্জনের একটি ফেসবুক আইডিতে এসব তথ্য জানানো হয়। এতে গত ২৬ এপ্রিল ঢাকায় পাঠানো নমুনার ফলাফল প্রকাশ করা হয়েছে।
এতে দেখা যায়, গাজীপুর জেলায় করোনা পজিটিভদের মধ্যে সবচেয়ে বেশী ১১৪ জন গাজীপুর সদর ও মহানগর এলাকার বাসিন্দা। জেলায় করোনা পজিটিভ হওয়ার সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কালীগঞ্জ উপজেলায় ৯০ জন। জানা গেছে, জেলার কালিয়াকৈরে ২ জন এবং গাজীপুর সদর উপজেলায় ১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে গাজীপুর সদরে ১১৪ জন, কালীগঞ্জ উপজেলায় ৯০ জন, কাপাসিয়া উপজেলায় ৭০ জন, কালিয়াকৈর উপজেলায় ৩২ জন এবং শ্রীপুর উপজেলায় ২২ জনের করোনা পজিটিভ হয়েছে। এ পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ২৩৮৭ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন পাঠানো হয়েছিল ৮৯ জনের। রবিবার পর্যন্ত জেলায় করোনা পজিটিভের সংখ্যা ছিল ৩২৫ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন।