করোনার হটস্পট ময়মনসিংহ: ছয় চিকিৎসকসহ আরও ২১ জন শনাক্ত
- আপডেট সময় : ১০:৪৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০ ৯২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি;
ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ছয় চিকিৎসক ও তিন স্বাস্থ্যকর্মীসহ ২১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) রাতে প্রকাশ করা পরীক্ষার ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. চিত্তরঞ্জন দেবনাথ জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের কোভিড-১৯ ল্যাবে তিন ধাপে ২৮২ টি নমুনার পরীক্ষা হয়। যার মধ্যে ২১টি নমুনা কোভিড-১৯ পজিটিভ এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ জেলার ১০জন, জামালপুর ৮ জন, নেত্রকোনার ৩ জন রয়েছে।
ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এ.বি.এম মসিউল আলম জানান, ময়মনসিংহের ১০ জন আক্রান্তের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ছয়জন ডাক্তার ও তিনজন স্বাস্থ্যকর্মী এবং ত্রিশাল উপজেলার একজন রয়েছেন। এছাড়া এসকে হাসপাতালে আইসোলেশনে থাকা গফরগাঁও ও মুক্তাগাছা উপজেলার করোনা আক্রান্ত দুইজন সুস্থ্য হয়েছেন। তাদের মঙ্গলবার ছাড়পত্র দেওয়া হবে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১৮ জন। আর সুস্থ হয়েছেন মোট ৩ জন করোনা আক্রান্ত রোগী।