সংবাদ শিরোনাম :
নড়াইলে করোনা সন্দেহে নার্সকে ঢাকায় প্রেরণ

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:১৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০ ১০৭ বার পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধি,
নড়াইল সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মাধবী রানী দাসের করোনা উপসর্গ দেখা দেখায় তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে তাকে অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়। সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস শাকুর বিষয়টি নিশ্চিত করে জানান, মাধবী রানী গত কয়েকদিন ধরে শ্বাসকষ্ট, গলা ব্যথা ও জ্বরে ভুগছেন। এ পরিস্থিতিতে তাকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে মাধবী রানীর ছেলে কৌশিক জানান, আজ বিকেলে তার মায়ের নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে এ দিন সন্ধ্যা পর্যন্ত রিপোর্ট পাওয়া যায়নি। তার মা সুস্থ আছেন বলে জানান তিনি।