শাহবাগ ফুল মার্কেট থেকে অসহায় নারী ফুল ব্যবসায়য়ীকে উচ্ছেদ করলো মাদক ব্যবসায়ী!

- আপডেট সময় : ০১:২৮:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯ ১৫০ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্টঃ
শাহবাগ পাইকারী ফুল মার্কেট থেকে অহিদ ভুইয়া নামে এক মাদক ব্যবসায়ী জোর করে উচ্ছেদ করেছে এক নারী ফুল ব্যবসায়ীকে। নিরুপায় হয়ে মার্কেট কমিটির কাছে অভিযোগ করলেও কোন সহযোগিতা পাননি ফুল ব্যবসায়ী সাবিনা আক্তার কলি। পড়াশুনার পাশাপাশি সংসার চালাতে,অসুস্থ মায়ের চিকিৎসার টাকা যোগান দিতে ইডেন মহিলা কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী সাবিনা আক্তার কলি কলেজ ছুটির পর পাইকারী ফুল মার্কেটে মসজিদের পাশে সামান্য একটু জায়গাতে ফুল ও ফুলের সামগ্রী বিক্রয় করতেন।
ব্যবসায়ীরা বলেন, সাবিনা আক্তার কলির বাবা অলি আহম্মেদ মারা যাওয়ার পর সংসারের হাল ধরতে বাবার রেখে ব্যবসা পরিচালনা করছিলেন।
মাদক ব্যবসায়ী অহিদ ভুইয়ার যন্ত্রনায় অতিষ্ঠ পাইকারী ফুল ব্যবসায়ীরা নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, অহিদ ভুইয়া ফুল ব্যবসার আড়ালে দুপুর ১২ থেকে সারা রাত চলে মাদক বেচাকেনা ও সেবন। ব্যবসায়ীদের অভিযোগে তার ঘর ভেঙে মসজিদ বানান মার্কেট কমিটি। মসজিদের পাশ দিয়েই নারী ব্যবসায়ী যায়গাটি জোর করে দখল করেন অহিদ ভুইয়া। সামনে দোকান সাজানো থাকলেও পিছনে দিয়ে বানিয়েছেন শিশু পার্কে ঢোকার সিড়ি। সেখানে চলে মাদক সেবনের আখড়া।সন্ধ্যার পর থেকে শুরু হয় বেচাকেনা ইয়াবা,গাজা। ইতি পূর্বে বেশ কয়েকবার পুলিশ ধরে নিলেও স্থানীয় যুবলীগ নেতা মোস্তফার সহায়তায় ছাড়া পেয়ে যায়। অহিদ ভুইয়ার সাথে ঐ নেতার সখ্যতায় ব্যবসায়িরাও তাকে কিছু বলতে চায় না। এদিকে সাবিনা আক্তার কলি দোকান করতে না পেরে অসুস্থ মাকে নিয়ে অনেক কষ্টে দিন পার করছেন