সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগী সনাক্ত

- আপডেট সময় : ০৪:১৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯ ৬২ বার পড়া হয়েছে

সরাইল, প্রতিনিধি
সরাইল উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। গত সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর নিয়ে এক রোগী আসলে তার পরীক্ষা নীরিক্ষা শেষে ডেঙ্গু সনাক্ত করেন কর্তব্যরত চিকিৎসক।
সরেজমিনে গিয়ে জানাযায়, সোমবার দিবাগত রাতে জ্বর নিয়ে ইব্রাহীম খলিল (২৬) নামে এক রোগী চিকিৎসা নিতে আসে। তখন তার প্রচন্ড জ্বর, মাথাব্যথা ও পাতলা পায়খানা ছিলো। ডেঙ্গু আক্রান্ত ইব্রাহীমের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার মদনা গ্রামে। সে ঢাকায় রায়ের বাজার এলাকায় উলুম কোরআন মাদ্রাসায় হেফজ বিভাগের শিক্ষক। ইব্রাহীম ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কালিকচ্ছ মনিরবাগ এলাকার রফিকুল ইসলামের মেয়ের জামাই।
সে গত শনিবার ঢাকা থেকে সরাইলে শশুরবাড়িতে বেড়াতে আসে। এখানে এসে অসুস্থতা অনুভব করলে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে পরীক্ষা নীরিক্ষার পর তার ডেঙ্গু ধরা পড়ে, তৎক্ষনাৎ তাকে ভর্তি করা হয়। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার চিকিৎসা চলছে।
সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক কর্মকর্তা ডাঃ নোমান মিয়া বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগী ঢাকা থেকে সরাইলে বেড়াতে আসে। আসার পর শারীরিক অবস্থার পরিবর্তন ঘটতে থাকলে তাকে হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন। এখানে সে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে কয়েকটি রোগ নির্নয়ের পরীক্ষা করান। পরীক্ষা শেষে ডেঙ্গু ধরা পড়ে, তবে এখনো ভয়ের মতো কিছু পাইনি আমরা, তার যথাযথ চিকিৎসা চলছে।