বিকেলে ভারত-ইংল্যান্ড হাইভোল্টেজ লড়াই

- আপডেট সময় : ০৯:৫৮:০১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০১৯ ১৩০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক |
বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দারুণ ছন্দে থাকা ভারত ও সেমি-ফাইনাল নিশ্চিত করা নিয়ে হিসেবের মধ্যে পড়ে যাওয়া ইংল্যান্ড। বার্মিংহ্যামের এজবাস্টনে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মাঠে গড়াবে ম্যাচটি।
এই ম্যাচে নজর থাকছে টাইগার সমর্থকদেরও। ম্যাচটিতে ইংল্যান্ডের হার কামনা থাকবে তাদের। ইংল্যান্ড হারলে মাশরাফীদের সেমি-ফাইনালে পৌঁছানোর হিসাব অনেকটা সহজ হবে বৈকি।
শক্তিশালী দল নিয়েও শীর্ষ চারের পথ দুর্গম হয়ে উঠেছে ইংল্যান্ডের জন্য। সেমি-ফাইনালের টিকেট কাটতে হলে জিততেই হবে স্বাগতিকদেরকে। সাত ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে আছে দলটি। আট ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে আছে পাকিস্তান। আবার সাত ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে বাংলাদেশ।
অন্যদিকে নির্বার হয়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে ভারত। অসাধারণ ফর্মে আছে তারা। ছয় ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে সেমি-ফাইনাল নিশ্চিতের দ্বারপ্রান্তে বিরাট কোহলির দল। লিগ পর্বে নিজেদের বাকি তিন ম্যাচে এক পয়েন্ট নিলেই হবে।
শক্তিশালী ভারতকে মোকাবিলায় ইংল্যান্ড দলে ফিরছেন ওপেনার জেসন রয়। আদিল রশিদ কিংবা মার্ক উডের পরিবর্তে ফিরতে পারেন লিয়াম প্ল্যাঙ্কেট। ভারতীয় শিবিরেও পরিবর্তনের দেখা মিলতে পারে। বিজয় শঙ্করের পরিবর্তে বিশ্বকাপ অভিষেক হতে পারে রিশাব পন্তের।
দুই দলেরই ব্যাটিং লাইনআপ যথেষ্ট পরীক্ষিত। রুট, বাটলার, স্টোকসরা আসরজুড়ে বেশ ধারাবাহিক। বিপরীতে কোহলি-রোহিত শর্মারাও দারুণ ফর্মে। বোলিং মার্কে অবশ্য ইংলিশদের চেয়ে বেশ এগিয়ে ভারত। জোফরা আর্চার আসরের শীর্ষ বোলারদের তালিকায় আছেন তবে জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর, মোহাম্মদ শামি শামি- এই ত্রয়ীর কাছে অনেকটাই ম্লান।
বিশ্বকাপে দল দুটির অতীত লড়াইয়ে কেউ কারোর চেয়ে কম এগিয়ে নয়। বিশ্ব মঞ্চে সাত লড়াইয়ের মধ্যে ভারত-ইংল্যান্ডর জয় তিনটি করে। অপর ম্যাচটি পরিত্যাক্ত। এটা হবে দুই দলের শততম ওয়ানডে ম্যাচ। এর মধ্যে ৫৩টিতে জয় তুলে নিয়েছে ভারত। বিপরীতে ৪১টিতে জয় পেয়েছে ইংল্যান্ড।
এজবাস্টনের ইতিহাস বলছে, উইকেট যথেষ্ট বোলিং বান্ধব। সে হিসেবেই বাড়তি সুবিধা পাবে ভারত। যে মাঠের প্রথম ইনিংস গড় মাত্র ২২৭, দ্বিতীয় ইনিংসের গড় আরও কমে মাত্র ১৮১, সেই মাঠে কিছুটা নিশ্চিন্তই থাকতে পারে ভারত।