বান্দরবানে স্বেচ্ছাসেবক লীগের ১২ নেতাকর্মী বহিষ্কার

- আপডেট সময় : ০৪:৫৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০১৯ ১৪২ বার পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি;
বান্দরবানে সাব-ঠিকাদার শ্রমিক লীগ নেতাকে মারধর, শৃঙ্খলা ভঙ্গ এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করার দায়ে স্বেচ্ছাসেবক লীগের ১২ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার স্বেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি সাদেক হোসেন চৌধুরী স্বাক্ষরিত একটি পত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বহিষ্কৃতরা হলেন- স্বেচ্ছাসেবক লীগের পৌর শাখা কমিটির সদস্য সচিব ফারুক আহমেদ ফাহিম, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুর রশীদ, পৌর শাখার সদস্য মো. সোহাগ, রিমন, ভাণ্ডারী, মুন্না, মো. আলভী, মো. সোহেল, মো. হেলাল, মো. বেলাল, বাপ্পী ও ফিরোজ।
স্বেচ্ছাসেবক লীগের নেতারা জানান, হামলার ঘটনায় আওয়ামী লীগের জরুরি সভায় স্বেচ্ছাসেবক লীগের ১২ নেতাকর্মীর বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করার মতো কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ উত্থাপিত হয়।
অভিযোগের প্রমাণ পাওয়ায় অভিযুক্তদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ।
সভায় শ্রমিক লীগের জেলা সভাপতি মোহাম্মদ মুছা বলেন, অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগের ১২ নেতাকর্মী নীলাচল সড়কে নির্মাণকাজ করার সময় সাব-ঠিকাদার শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালামকে বেধড়ক মারধর করেন।
মে দিবসের দিন স্বেচ্ছাসেবক লীগের হামলায় শ্রমিকরা আহত হন। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বহিষ্কার করা হয়।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে স্বেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি সাদেক হোসেন চৌধুরী বলেন, বহিষ্কৃত ১২ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীর বিরুদ্ধে শ্রমিক লীগের নেতার ওপরে হামলার অভিযোগ উঠেছে। বিষয়টি জেলা আওয়ামী লীগের সভায়ও জোরালো আলোচনা হয়। সংগঠনবিরোধী কর্মকাণ্ডের কারণে ১২ জনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
প্রসঙ্গত চলতি বছরের ১ মে শ্রমিক দিবসের দিন নীলাচল সড়কের নির্মাণকাজ করার সময় বাকবিতণ্ডার জের ধরে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা সাব-ঠিকাদার শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালামসহ শ্রমিকদের ওপর হামলা চালায়।