সংবাদ শিরোনাম :
সকল যানবাহনে অগ্নি নির্বাপণ ব্যবস্থা কেন নয়

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:১৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯ ১৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক |
বাস, মিনিবাস, ট্রাক, প্রাইভেটকার, লঞ্চসহ সকল ইঞ্জিনচালিত যানবাহনে অগ্নি নির্বাপণ ব্যবস্থা কেন রাখা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত একটি রিট আবেদনের ওপর শুনানি নিয়ে বুধবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
চার সপ্তাহের মধ্যে যোগাযোগ সচিব, স্বরাষ্ট্র সচিব, বিআরটিএর চেয়ারম্যানসহ ৬ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত কয়েক বছরে বিভিন্ন যানবাহনে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে চলতি মাসের শুরুতে এ রিট আবেদনটি করেন আইনজীবী আবুল বারাকাত মো. সাজ্জাদ হোসেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মিছবাহুল আনোয়ার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।