ওপেনিংয়ে সৌম্যই তামিমের পছন্দ

- আপডেট সময় : ১২:২১:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯ ১৬২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক |
নিজে বাঁহাতি ব্যাটসম্যান। বাঁহাতি সৌম্য সরকারও। সেক্ষেত্রে ওপেনিংয়ে বাঁহাতি-ডানহাতি কম্বিনেশন না থাকলেও ওপেনিংয়ে সতীর্থ হিসেবে সৌম্যকেই চান বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ওপেনার তামিম ইকবাল।
ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না তামিম। এ ব্যাপারে তারকা এই ব্যাটার বলেন, “আধুনিক ক্রিকেটে এটা অত গুরুত্বপূর্ণ হলে তো ম্যাথু হেইডেন-জাস্টিন ল্যাঙ্গার এমন সফল জুটি হতো না, ওরা দুজনেই বাঁহাতি।”
তামিমের কাছে ডানহাতি-বাঁহাতি কোনো ব্যাপার না। তার মতে, সফল উদ্বোধনী জুটি গড়াই মূল লক্ষ্য। সেক্ষেত্রে সৌম্য অনেকটাই সফল বলে মনে করেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার।
সৌম্য থাকলে নিজের উপর চাপ কমে বলে জানালেন তামিম। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের কথা উল্লেখ করে তিনি বলেন, “সব সময়ই বলি, ও যে ধরনের ব্যাটিং করে, তা আমার ওপর থেকে চাপ অনেকটা সরিয়ে নেয়। সত্যি বলতে আমার ইনিংসটায় আমার নিজের চেয়ে ওর সাহায্য ছিল বেশি।”